মিঠাইকে অবহেলা! ‘জি বাংলা সোনার সংসার’ দেখে চ্যানেলের বিরুদ্ধে উঠল পক্ষপাতিত্বের অভিযোগ

কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় জি বাংলা (Zee Bangla) সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৩ (Zee Bangla Sonar Songsar Award 2023)। প্রোমো শেয়ার হতেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান স্বচক্ষে টিভির পর্দায় দেখবেন বলে। অবশেষে সেই দিনটাও এসে গেল। গত রবিবার সম্প্রচারিত হয় জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

কিন্তু এই অনুষ্ঠান দেখার পর থেকেই নেটিজেনদের একাংশ সোশ্যাল মিডিয়াতে ক্ষোভে ফেটে পড়েছেন। দর্শকদের একাংশের অভিযোগ বিভিন্ন ক্যাটাগরিতে যে সিরিয়ালের যে চরিত্রদের বেছে নেওয়া হয়েছে তারা আসলে সে সম্মান পাওয়ার যোগ্য ছিলেন না। তাই সোশ্যাল মিডিয়াতে চ্যানেল কর্তৃপক্ষের উপর দর্শকদের রাগের বহিপ্রকাশ হচ্ছে।

JAGADHATRI

দর্শকদের দাবি এমন বহু ক্যাটাগরিতে কিছু তারকাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যারা সেই ক্যাটাগরিতে সেরা হতে পারেন না। যেমন তারা উল্লেখ করেছেন ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের দেবুদা এবং খেলনা বাড়ির অর্ককে। এরা প্রিয় জামাই বিভাগে পুরস্কার পেয়েছেন। দর্শকদের দাবি অর্ক যদিও বা এই পুরস্কার পাওয়ার যোগ্য হয় কিন্তু দেবুদা কী করে হতে পারে?

জগদ্ধাত্রী সিরিয়ালের জামাই দেবুদা শ্বশুরবাড়ির বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করেছে। তাই তাকে কোনওভাবেই এই পুরস্কার দেওয়া উচিত হয়নি বলে দাবি করছেন তারা। আবার মিঠাইয়ের রাজিব, রাতুলরাও বাদ পড়ে গিয়েছে। তারা অন্তত সম্মান পাওয়ার যোগ্য ছিলেন দাবি করছেন দর্শকরা। এদিকে আবার প্রিয় বৌমা বিভাগের পুরস্কার প্রাপক গৌরীকে নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।

GOURI ELO

প্রিয় বৌমা হিসেবে গৌরী এলো থেকে গৌরীকে পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু এই পুরস্কার পাওয়ার আসল দাবিদার ছিল মিঠাই। গৌরী তো বেশিরভাগ সময় শুধু মা কালী সেজেই থেকে গেল, সে কীভাবে এই পুরস্কার পেতে পারে? সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে শুরু হয়েছে সমালোচনা। দর্শকদের বিচারে গত দু’বছর ধরে মিঠাই হল সিরিয়ালের সবথেকে সেরা বৌমা।

MITHAI HALLA PARTY

সেরা বৌমা এবং সেরা জামাই বিভাগের পুরস্কার প্রাপকদের তালিকা দর্শকদের মোটেই পছন্দ হয়নি। মিঠাইকে গুরুত্ব না দিয়ে পুরস্কার পাওয়ার ক্ষেত্রে শুধু জগধাত্রী এবং খেলনা বাড়িকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই বিষয়টাও দর্শকদের নজর এড়ায়নি। তারা মনে করছেন দর্শকদের পছন্দ-অপছন্দের তুলনায় টিআরপির উপর ভিত্তি করে পুরস্কার প্রাপকদের যোগ্যতা নির্ধারণ হয়েছে।