‘টাইগার ৩’ (Tiger 3) হতে চলেছে সালমান খান (Salman Khan) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সর্বশেষ অভিনীত ছবি। সম্প্রতি এমনই একটি বিস্ফোরক খবর কার্যত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ক্যাটরিনার এমন সিদ্ধান্তের নেপথ্যে নাকি রয়েছেন ভিকি কৌশল। সালমান খানের প্রাক্তন প্রেমিকা নাকি তার সঙ্গে আর ছবি করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। টুইট করে এই খবরটি জানিয়েছেন এক চিত্র সমালোচক।
২০০৫ সালে সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেছিলেন ক্যাটরিনা। এরপর তার ঝুলিতে অসংখ্য ছবি আসে। সব ছবি যে হিট হয়েছিল এমনটা নয়। কিন্তু এই বিদেশী সুন্দরী ইন্ডাস্ট্রিতে বেশ জাঁকিয়েই বসেছিলেন। সেই সঙ্গে সালমান খানের সঙ্গে তার প্রেম নিয়েও তুঙ্গে ওঠে চর্চা।
যদিও সালমান এবং ক্যাটরিনার প্রেম ভেঙেছে বহুদিন আগে। সবকিছু ভুলে ২০২১ সালে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ বিয়ের পিঁড়িতে বসেন। তবে সম্পর্ক ভাঙলেও পেশাগত দিক থেকে অবশ্য এখনও সালমান এবং ক্যাটরিনা জুড়ে রয়েছেন। সদ্যই মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত ছবি ‘টাইগার ৩’। কিন্তু এবার এই সম্পর্কেরও নাকি অবসান হতে চলেছে।
ক্যাটরিনা সিদ্ধান্ত নিয়েছেন তিনি আর সালমান খানের সঙ্গে কাজ করবেন না। আর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী ভিকি কৌশলের জন্য। ভিকি নাকি চান না তার স্ত্রী প্রাক্তনের সঙ্গে অভিনয় করুক। সেই কারণে ‘টাইগার ৩’ এর পর সালমানের সঙ্গে আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা। টুইট বার্তায় এই খবর জানিয়েছেন ওমর সাধু নামের এক চিত্র সমালোচক।
সম্প্রতি উমর তার টুইটে লেখেন, “ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘টাইগার থ্রি’ সলমন খানের সঙ্গে তাঁর শেষ সিনেমা। এর পর তাঁর সঙ্গে আর কোনও কাজ করবেন না।’’ ভিকি কৌশল নাকি ক্যাটরিনাকে সালমানের সঙ্গে কাজ করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন। ক্যাটরিনাও তাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এদিকে এই দাবি ঘিরে সোশ্যাল মিডিয়াতে তুঙ্গে উঠেছে জল্পনা।
বিয়ের পর থেকেই ক্যাটরিনা যে সালমানকে এড়িয়ে চলছেন তা সকলের নজরে পড়েছে। বিগ বসে হাজির হয়েও সালমানের থেকে দূরত্ব বজায় রাখছিলেন তিনি। যদিও এই প্রসঙ্গে ক্যাটরিনা, ভিকি কিংবা সালমান কেউই সরাসরি মুখ খোলেননি। ক্যাটরিনা আপাতত টাইগার থ্রি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।