বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন অম্বরিশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন। এরমধ্যে অসংখ্য ধারাবাহিক ও সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনয় প্রতিভা এমনই যে তিনি যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্রের নাম দর্শকদের মনের মধ্যে গেঁথে থেকে যায়। রাজাগজা (Raja Goja) থেকে শুরু করে খড়কুটোর (Khorkuto) পটকা, অম্বরিশ দর্শকদের কাছে অতি পছন্দের একজন অভিনেতা।
সম্প্রতি টলি ফোকাস কলকাতার কাছে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা তার অভিনয় শুরুর দিনের কথা শেয়ার করলেন। সেই সঙ্গে তিনি তার আগামী দিনের পরিকল্পনার কথাও জানালেন। থিয়েটার থেকে শুরু হয়েছিল তার পথ চলা। তিনি অসংখ্য ছোট, বড় থেকে জেলা নাট্যদলে কাজ করতেন। কিন্তু তিনি বরাবর আপন শর্তে কাজ করেছেন। অভিনেতার ভাষায় অনেকটা ঠিক ‘বোহেমিয়ান’ জীবন কাটিয়েছেন তিনি।
বিয়ে করে সংসার ধর্ম পালন না করে অভিনয় নিয়েই বেঁচে আছেন অম্বরিশ। কলেজ জীবন অতিবাহিত করার পর চাকরি-বাকরি নিয়ে কখনও মাথা ঘামাননি তিনি। তার বাড়ি থেকেও কখনও তার উপর জোরাজুরি হয়নি। সেই সময় জোর কদমে নাটক এবং থিয়েটারে অভিনয় করে চলেছেন অম্বরিশ। আর তার নাটক দেখেই তাকে ‘রাজা গজা’র গজা চরিত্রটির জন্য বেছে নেন গায়ক তথা প্রযোজক ইন্দ্রনীল সেন।
এখান থেকেই সরাসরি পর্দাতে অম্বরিশের এক নতুন যাত্রা শুরু হয়। অভিনেতা বলেছেন তিনি তার জীবনে এমন অসংখ্য প্রতিভাবান অভিনেতা এবং অভিনেত্রীদের দেখেছেন যাদের প্রতিভা তার থেকে হয়তো অনেক বেশি, কিন্তু তারা সেভাবে কাজ পেলেন না। অথচ তাদের থেকে কম প্রতিবাদবান হয়েও তিনি কাজ করে চলেছেন, এটাই তার কাছে বড় পাওনা।
আজ এত চুটিয়ে অভিনয় করার ফাঁকেও তিনি তার আগের জীবনটাকে মিস করেন, যে সময়টা তিনি নাটকের দলে কাজ করতেন, বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে বেড়াতেন, মানুষ দেখতেন। অভিনেতা মানুষ দেখতে খুবই ভালবাসেন। মানুষ দেখেই তিনি যা কিছু শিখেছেন। তিনি তার জীবনে অনেক অদ্ভুত মানুষদের দেখেছেন যাদের চরিত্রগুলোকে তিনি পর্দাতে নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলতেন।
১৭ টা বছর অভিনয়ের ব্যস্ততার মধ্যে আপাদমস্তক ডুবে থেকে এখন তার মানুষ দেখাটাই কমে গিয়েছে। তাই তিনি এই একঘেয়েমি থেকে বেরিয়ে আবার আগের জীবনে ফিরে যেতে চান। অম্বরিশের কথায় তিনি নিজেকে ইন্ডাস্ট্রিতে ‘ওভারইউজড’ বলে মনে করছেন। তিনি যখন দর্শকের আসনে বসিয়ে নিজেকে দেখছেন তখন তার আর নিজেকে দেখতে ভাল লাগছে না। তাই ইন্ডাস্ট্রি থেকে পাততাড়ি গুটিয়ে আবার তিনি বেরিয়ে পড়তে চান মানুষের খোঁজে।