বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গৌরব চ্যাটার্জীর (Gourab Chatterjee) পর এবার তার স্ত্রী দেবলীনা কুমারও (Devlina Kumar) পা রেখেছেন অভিনয়ে। দেবলীনা একজন নৃত্যশিল্পী হিসেবে ভালই খ্যাতি অর্জন করেছেন। এখন অভিনেত্রী হিসেবে একে একে বাংলা সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজেও তিনি কাজ করছেন জমিয়ে। অভিনেত্রী হিসেবেও ভালই সুনম অর্জন করছেন তিনি।
তবে সোশ্যাল মিডিয়াতে দেবলীনাকে মাঝে মধ্যে ভীষণ ট্রোল্ড হতে হয়। রাজ্য শাসক দলের সক্রিয় কর্মী দেবাশীষ কুমারের মেয়ে হওয়ার সুবাদে তাকে মাঝেমধ্যেই শুনতে হয় তিনি আজ পর্যন্ত জীবনে যা কিছু পেয়েছেন সবটাই নাকি তার বাবা করে দিয়েছেন। বাবার ক্ষমতার জেরেই তিনি যাবতীয় সাফল্য পেয়েছেন, তার নিজের কোনও গুণ নেই! যারা এই কথা বলেন তাদের সমুচিত জবাব দিতে গিয়েছিলেন দেবলীনা।
অভিনেত্রী এখন অভিনয়ের পাশাপাশি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচারার হিসেবে অধ্যাপনা করেন। সেই সংক্রান্ত একটি পোস্ট করে তিনি তার মেধার প্রকাশ ঘটাতে চেয়েছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম হন। ৮ বছর আগের সেই ফলাফলের স্ক্রিনশট তুলে তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন।
তবে ক্যাপশন লিখতে গিয়ে RET এর জায়গাতে SET লিখে বসেন। দেবলীনা লেখেন, “আমার ফোনের অ্যালবাম ঘেঁটে এই স্ক্রিনশটটি পাওয়া গিয়েছে। যারা জানেন না তাদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা।” সেই সঙ্গে অভিনেত্রী লেখেন, “অনলাইন বললাম যাতে কিছু মানুষ ভেবে না বসে আমার বাবা এটা করিয়ে দিয়েছে।”
নেটিজেনরা প্রথম প্রথম তাকে সাধুবাদ জানাতে শুরু করলেও পরক্ষণেই তার এই ভুলটা ধরা পড়ে যায়। সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠতে থাকে সেট পরীক্ষা আবার কবে থেকে অনলাইনে হল? আর কবে থেকেই বা পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড ঘোষণা করা হয়? এটা তো বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষা। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে চূড়ান্ত ট্রোল হতে থাকেন অভিনেত্রী।
প্রবল সমালোচনার মুখে পড়ে শেষমেষ ফের কলম ধরতে বাধ্য হন অভিনেত্রী। তিনি আবার লেখেন, “সংশোধন করলাম, ওটা রেট পরীক্ষা হবে।” অভিনেত্রী নিজেই নিজের ভুল সংশোধন করে আগের দিনের পোস্ট ফেসবুক থেকে ডিলিট করে দেন।