লিঙ্গবৈষম্য দূর করা নিয়ে হাজার হাজার তর্ক বিতর্ক চললেও এমন কিছু কিছু নিত্য ব্যবহার্য জিনিস রয়েছে যেগুলো পুরুষ (Men) এবং মহিলারা (Women) একত্রে ব্যবহার করতে পারেন না। যেমন মহিলাদের শাড়ি, গয়না থেকে হাই হিল, আবার অন্যদিকে পুরুষদের জন্য তৈরি শার্ট, টি-শার্ট কিংবা টাই।
তবে জানেন কি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো প্রথমে পুরুষদের জন্য তৈরি করা হলেও এখন মহিলারা সেগুলো ব্যবহার করেন? আজ এই প্রতিবেদনে রইল তেমন চারটি জিনিসের তালিকা যেগুলো সর্বপ্রথম পুরুষদের ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। কিন্তু আজ সেগুলো পুরুষদের বদলে মহিলারা ব্যবহার করছেন।
গোলাপি রং (Pink Colour) : গোলাপি রং নাকি মেয়েদের খুব প্রিয়। পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে অন্যান্য যে কোনও জিনিসের রং গোলাপি হলে সেটা বেশিরভাগ মহিলাদের পছন্দ হয়। কিন্তু ১৮ শতকের আগে পর্যন্ত গোলাপি লাল রংকে একটি যুদ্ধক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত মানা হত। মনে করা হত গোলাপি রং পুরুষদের রং।
স্যানিটারি ন্যাপকিন (Sannitary Napkin) : এই তালিকায় সর্বপ্রথমে স্যানিটারি ন্যাপকিনের নাম উঠে আসে। জানেন কি এটা সর্বপ্রথম পুরুষদের জন্য তৈরি হয়েছিল? ফ্রান্সে একটি যুদ্ধের সময় নার্সরা স্যানিটারি তৈরি করেছিলেন যাতে যুদ্ধক্ষেত্রে সৈন্যদের রক্তপাত বন্ধ করা যায়। আজ সারা বিশ্বের মহিলারা ঋতুচক্রের সময় স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন।
হাই হিল (High Hill) : মহিলাদের হাই হিলও নাকি আসলে পুরুষদের জন্যই বানানো হয়েছিল। পুরুষেরা যুদ্ধ এবং ঘোড়ায় চড়ার সময় হাই হিল ব্যবহার করতেন। আসলে ঘোড়ায় চড়ার সময় হাই হিল পরলে গ্রিপ শক্তিশালী হত। পরবর্তীতে পুরুষদের বদলে মহিলারা হাই হিল ব্যবহার করতে শুরু করেন।
কানের দুল (Ear Rings) : বর্তমানে কানের দুল প্রধানত মহিলারা ব্যবহার করেন। আবার পুরুষদের মধ্যেও কেউ কেউ শখের বসে কানে ছোট ছোট দুল পরেন। কিন্তু দুল সর্বপ্রথম পুরুষদের জন্যই বানানো হয়েছিল। পার্শিয়ান পুরুষরা কানের দুল সর্বপ্রথম পরিধান করতে শেখেন।