বলিউডের (Bollywood) বাঙালি অভিনেত্রী রানী মুখার্জীর (Rani Mukherjee) ইন্ডাস্ট্রিতে অভিষেক হয়েছিল ‘কুছ কুছ হোতা হে’ ছবির হাত ধরে। কেরিয়ারে অসংখ্য সুপার হিট ছবি উপহার দিয়েছেন রানী। ২০ বছরের অভিনয় জীবনে রানী বলিউডের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করে প্রশংসা কুড়ানোর পাশাপাশি বলিউডের বিভিন্ন অভিনেতার সঙ্গে সম্পর্কের কারণে বারবার সমালোচিত হতে হয়েছে তাকে।
আজ ২১ শে মার্চ, রানী মুখার্জির ৪৫ তম জন্মদিন। আজ এই প্রতিবেদনে রইল রানীর প্রাক্তন প্রেমিকদের তালিকা। অভিষেক বচ্চন (Abhishek Bachchan) থেকে শুরু করে গোবিন্দা (Govinda), এমনকি অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল। তবে রানী যখন প্রথমবার ইন্ডাস্ট্রিতে পা রাখেন তখন অবশ্য গোবিন্দার সঙ্গেই তার সম্পর্ক নিয়ে সব থেকে বেশি জলঘোলা হয়।
অভিনয় জীবন শুরু করার আগেই গোবিন্দা ছিলেন বিবাহিত। তবে রানীর সঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করার পর তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। দুজনে নাকি লুকিয়ে লুকিয়ে দেখাও করতেন। রানীর কারণে গোবিন্দার সঙ্গে তার স্ত্রী সুনীতার বিয়ে ভেঙে যেতে বসেছিল। একবার একটি হোটেলের ঘরে গোবিন্দা এবং রানীকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সুনীতা।
শেষমেষ অবশ্য বৈবাহিক সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে রানীর সঙ্গে সম্পর্ক শেষ করে দেন গোবিন্দা। এরপর অভিষেক বচ্চন আসেন রানীর জীবনে। দুজনে একসঙ্গে বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন। সিনেমার পর্দায় তাদের রোমান্স যেমন নজর কেড়েছিল তেমনি বাস্তবেও তাদের প্রেমের খবর ছড়িয়ে পড়ে।
রানী এবং অভিষেক প্রেম করলেও তাদের বিয়েটা সম্পন্ন হতে পারেনি। যদিও অমিতাভ এবং জয়া দুজনেই কিন্তু রানীকে ভীষণ পছন্দ করতেন। রানী বাঙালি বলে জয়ার তার প্রতি আলাদাই সহানুভূতি ছিল। কিন্তু শেষমেশ তাদের সম্পর্কটা ভেঙে যায়। এদিকে আবার অভিষেকের পাশাপাশি অমিতাভ বচ্চনের সঙ্গেও নাম জড়িয়ে বিতর্কের মুখে পড়তে হয় রানীকে।
২০০৫ সালে ‘ব্ল্যাক’ ছবিতে রানী মুখার্জি এবং অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন। এই ছবিতে অমিতাভের সঙ্গে তার একটি চুম্বন দৃশ্য ছিল। অনেক সংবাদমাধ্যম দাবি করে এই চুম্বন দৃশ্যের কারণেই নাকি রানী এবং অভিষেকের বিয়ে ভেঙ্গে গিয়েছিল। জয়া রানীকে এই দৃশ্য করতে নিষেধ করেন। কিন্তু রানী তা শোনেননি বলে জয়া রেগে রানীর সঙ্গে অভিষেকের সম্পর্কের ইতি ঘটিয়ে দেন।