কোটি টাকা দিলেও অরিজিৎ কখনও করবেন না এই কাজ, জানলে শ্রদ্ধায় নত হবে মাথা

বলিউডে (Bollywood) বহু তারকার জন্ম হয়েছে। কারুর রাজত্ব চলেছে ১০ বছর তো কেউ কেউ আজও রয়ে গিয়েছে মানুষের মনে। এমনি এক তারকা হলেন অরিজিৎ (Arijit Singh)। তার সুমধুর কন্ঠের জন্য বহু মানুষের মনে খুব কম সময়ের মধ্যে নিজের ছাপ ফেলতে পেরেছেন তিনি। তবে অরিজিৎ যে শুধু কোন নাম নয়, এটা একটা সময়ের নাম। যে সময় শেষ হোক আমরা কেউ চাই না।

কিন্তু তারকা হলেও অরিজিৎ, কিন্তু অন্যদের থেকে আলাদা তিনি। তাই তাকে ধরা সম্ভব নয়। তিনি কোটি টাকার সম্পত্তির মালিক তাও সাধারণ জীবনযাপন করতেই পছন্দ করেন তিনি। জিয়াগঞ্জের তার সেই পুরনো বাড়িতেই থাকতে বেশি ভালবাসেন গায়ক। সেখানে তার সঙ্গে রয়েছেন তার বাবা, স্ত্রী ও তিন সন্তান।

ARIJIT SINGH FAMILY

তাই অরিজিৎ ভক্তরা জিয়াগঞ্জের সামনে দিয়ে গেলে সেখানেই দেখা পেয়ে যান নিজের প্রিয় গায়কের। এলাকায় স্কুটি নিয়েই যাতায়াত করেন অরিজিৎ। বহুবার ভক্তদের আবদারে তাদের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল তার বিশাল মিউজিক কনসার্ট বহু মানুষের উপস্থিতি ছিল সেখানে।

তারপর উত্তর বঙ্গেও তার একটি মিউজিক শো-এর আয়োজন করা হয়েছে। কলকাতার মতো সেখান থাকছে জাঁকজমকপূর্ণ ব্যবস্থা। আর তার উপর আকাশছোঁয়া মূল্যের টিকিট। যদিও তিনি খুব বেশি মিউজিক কনসার্ট করেন না। কিন্তু যখন করেন তখন তার টিকিটের দাম সবচেয়ে বেশি থাকে।

ARIJIT SINGH HOUSE

কিন্তু কোটি টাকা নিয়ে গান গাইলেও, কোটি টাকার বদলে একটি কাজ কিন্তু কখনও করবেন না অরিজিৎ। কখনও জিয়াগঞ্জ ছাড়বেন না। তিনি জানিয়েছেন, তিনি পরিবারের অভাব বোধ করতে চান না। তাই প্রতিটা বিশেষ দিনে তিনি পরিবারের সঙ্গে থাকেন। পরিবারকে সময় দিয়ে থাকেন। তাই পরিবারের জন্য সব সময় জিয়াগঞ্জেই থেকে যেতে রাজি তিনি।

ARIJIT SINGH

একবার এক সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছিলেন, মুম্বইতে গিয়ে তার অনেক কিছুর অভাব মনে হয়। কখনও মনে হতো, সেখানে গাছ নেই, কখনও মনে হতো সেখানে মাটির গন্ধ নেই। তাই দিনের শেষে নিজের জায়গা নিজেরই হয় বলেই জানান অরিজিৎ। তাই হয়তো বার বার নিজের জন্মভূমি পশ্চিমবঙ্গের এই জিয়াগঞ্জেই ফিরে আসেন দেশের এই জনপ্রিয় গায়ক।