গত ২ দিন ধরে সতীশ কৌশিকের (Satish Kaushik) প্রয়াণে মন খারাপ বলিউডের (Bollywood)। বলিউডের এই প্রখ্যাত কমেডিয়ান তথা অভিনেতা মাত্র ৬৬ বছর বয়সে হৃদরোগের শিকার হয়ে প্রয়াত হয়েছেন। গত ৮ই মার্চ রাস্তায় গাড়ির মধ্যে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন সতীশ কৌশিক। জীবদ্দশায় তিনি কোটি কোটি মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তার মৃত্যু সংবাদে দর্শকদের চোখে এখন জল।
দীর্ঘ বেশ কয়েক দশকের ফিল্মি কেরিয়ারে অসংখ্য সুপারহিট ছবিতে অভিনয় করেছেন সতীশ কৌশিক। ‘মিস্টার ইন্ডিয়া’ (Mister India) থেকে শুরু করে কাগজ, স্বর্গ, জামাই রাজা, সাজন চলে সাসুরাল, হাসিনা মান জায়েগি, দিবানা মাস্তানা, আ আব লট চলে, হল কর দি আপনে, মিস্টার এন্ড মিসেস খিলাড়ি, ভারত, বাগী ৩ এর মত ছবিতে কাজ করেছিলেন।
তার কেরিয়ারের শুরুটা অবশ্য হয়েছিল ১৯৮৩ সালের ‘মাসুম’ ছবি থেকে। তার আগে তিনি ১৯৭২ সালে দিল্লির কিরোড়িমল কলেজ থেকে গ্রাজুয়েশন পাশ করেন। এরপর তিনি ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে শেখর কাপুরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন। সেই সঙ্গে এই ছবিতে তাকে ‘ক্যালেন্ডার’ এর ভূমিকাতেও দেখা গিয়েছিল।
এরপর সতীশ কৌশিকের ভাগ্যের মোড় ঘুরে যায়। দীর্ঘ প্রায় ৪০ বছর তিনি বলিউডের সঙ্গে যুক্ত ছিলেন। বলিউডে একজন নামকরা কমেডিয়ান হয়ে ওঠেন তিনি। অসংখ্য ছবিতে কাজ করার সুবাদে তিনি নিজের সম্পত্তির পরিমাণও বাড়িয়েছেন। তার কাছে ১৫ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি সম্পত্তি ছিল যা তিনি মৃত্যুর পর তার মেয়ে বংশীকা এবং স্ত্রীর জন্য রেখে গেলেন।
এই মুহূর্তে ভারতীয় মুদ্রায় সতীশ কৌশিকের সম্পত্তির পরিমাণ ১২৩ কোটি টাকার সমান। মুম্বাইতে তার কাছে ছিল একটি রাজকীয় সুন্দর বাড়ি। এই বাড়িতেই স্ত্রী এবং কন্যাকে নিয়ে থাকতেন তিনি। তার মেয়ে বংশীকার বয়স এখন মাত্র ১০ বছর। বংশীকার আগে নিজের প্রথম সন্তানকে মাত্র ২ বছর বয়সে হারিয়েছিলেন সতীশ।
শুধু বাড়ি নয়, সতীশ কৌশিকের কাছে বেশ কিছু নামিদামি কোম্পানির ব্র্যান্ডেড গাড়িও ছিল। তার কাছে Audi Q7, Audi Q3 এর মত গাড়ি রয়েছে। সেই সঙ্গে রয়েছে এমজি হেক্টর গাড়ি। এই সবকিছু তিনি তার একমাত্র মেয়ে এবং স্ত্রীর জন্য রেখে গিয়েছেন। ছেলেকে হারানোর পর ৫৬ বছর বয়সে তিনি আবার সন্তানের মুখ দেখেছিলেন। স্ত্রী এবং ১০ বছরের মেয়ের জন্য এই বিপুল পরিমাণ সম্পত্তি রেখে গিয়েছেন বলিউডের এই জনপ্রিয় কমেডিয়ান।