দেড় ঘন্টা মাটির তলায় চাপা সর্বাঙ্গ, জলটুকুও খেতে পারেননি, এতটাই কষ্টকর ছিল ‘খেলনা বাড়ি’র শুটিং

জি বাংলার (Zee Bangla) ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) সিরিয়ালটিও এখন দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। প্রত্যেক সপ্তাহে এই সিরিয়াল (Bengali Mega Serial) টিআরপির বিচারে ভালই ফলাফল দেয়। মাত্র অল্প কিছুদিনের মধ্যেই মিতুল চরিত্রটি দর্শকরা পছন্দ করে ফেলেছেন। মিতুলের মত সাহসী মেয়ে খুব কমই দেখা যায়। আর এই চরিত্রটিতে অভিনয় করার জন্য নায়িকা আরাত্রিকা মাইতিকেও সাহসী হতে হয়েছে।

কিছুদিন আগেই সিরিয়ালে দেখানো হয় মিতুলের শুধু মাথাটুকু বাদ দিয়ে বাকি সর্বাঙ্গ মাটির তলায় চাপা দিয়ে দেয় দুষ্কৃতিরা। মুখ বাঁধা অবস্থায় বাঁচার জন্য তার যে আর্তি তা চোখ ভিজিয়ে দিয়েছিল দর্শকদের। আরাত্রিকা প্রমাণ করেছেন তিনি একজন দক্ষ অভিনেত্রী। এই পর্বের শুটিংয়ের জন্য তাকে অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল।

KHELNA BARI

যারা মনে করেন বাংলা সিরিয়ালের নায়িকা হওয়া খুবই সোজা, দুটো ডায়লগ বললেই চলে, তাদের ভুল প্রমাণ করে দিয়েছেন আরাত্রিকা। ‘খেলনা বাড়ি’র মিতুল হতে গিয়ে তাকে টানা দেড় ঘন্টা মাটির তলায় ওইভাবেই বসে থাকতে হয়েছিল। গলা থেকে সর্বাঙ্গ মাটিচাপা অবস্থায় তিনি শুটিং চালিয়ে গিয়েছেন। জল তেষ্টা পেলেও জল খাওয়ার উপায় ছিল না।

সম্প্রতি ওই শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। জি বাংলার ‘ঘরে ঘরে জি বাংলা’র টিম পৌঁছে গিয়েছিল তার বাড়িতে খেলার জন্য। সেখানে তিনি অপরাজিতাকে জানান ওইদিন কীভাবে তাকে শুটিং করতে হয়েছিল। দেড় ঘন্টা গলা থেকে পা পর্যন্ত মাটির তলায় চাপা অবস্থায় ছিলেন তিনি।

KHELNA BARI

পরিচালক নিজে এসে তাকে জল খাওয়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ওই অবস্থায় তিনি জল গিলতেও পারছিলেন না। কিন্তু মিতুল হয়ে ওঠার জন্য তার আপ্রাণ প্রচেষ্টার ত্রুটি ছিল না কোনও। ওই পর্ব দেখে শিউরে উঠেছিলেন দর্শকরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। সাহসী এবং প্রতিবাদী চরিত্রের মিতুলকে ভালবাসছেন তারা।

KHELNA BARI

অথচ এই অভিনেত্রীর বয়স কিন্তু খুব বেশি নয়। কেরিয়ারে নায়িকা হিসেবে এটাই তার প্রথম কাজ। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে একটি ছোট্ট চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। আর সামনের মাসে তিনি উচ্চ মাধ্যমিক দেবেন। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও দিব্যি চালিয়ে যাচ্ছেন আরাত্রিকা।