কখনও দিল্লি(Delhi), কখনও ব্যাংকক (Bangkok) আবার কখনও কলকাতা(Kolkata)। কাজের জন্য বিভিন্ন শহরে ঘুরতে হয়েছে। যদিও শেষ পর্যন্ত ঠাই হয়েছিল আরব সাগরের তীরে অবস্থিত মুম্বাই। তারপর বলিউডের ছবিতে অভিনয়। অ্যাকশন স্টার (Action Star) হিসেবেই বলিউডের বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। ইনি হলেন অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)।
বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় নায়কদের তালিকায় নাম রয়েছে তার। তবে ২০২২ সাল থেকে সময়টা খারাপ যাচ্ছে। একের পর এক বিগ বাজেট (Big Budget) ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে অক্ষয় কুমারের। সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছিল তার ‘সেলফি’ (Selfiee) ছবি। এই ছবিও ব্যর্থ হয়েছে। ছবি ব্যর্থ হওয়ার পাশাপাশি একটি বিজ্ঞাপনে কাজ করা নিয়েও সমালোচনার স্বীকার হতে হয়েছে তাকে।
আসলে বিগত ৩০ বছরে একাধিক সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। কিন্তু এবার একটি পান মশলার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তার সঙ্গে ছিলেন শাহরুখ খান ও অজয় দেবগন। আগে এই ধরনের বিজ্ঞাপনে দেখা যায়নি কিন্তু কেন এই বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। পান মশলা শরীরের পক্ষে ক্ষতিকারক এই বিষয়েটা জানা সত্ত্বেও কেন এই বিজ্ঞাপনে কাজ করলেন তিনি। এই প্রশ্ন করছেন নেটিজেনরা।
অক্ষয় কুমার তামাক বিরোধী বিজ্ঞাপনে কাজ করার পাশাপাশি এই তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে অভিনয় করে কটাক্ষের মুখে পরতে হয়েছে অক্ষয়কে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাকে প্রশ্ন করেছিলেন কীভাবে এই কাজ করলেন তিনি। তবে অক্ষয় নিজের ভুল স্বীকার করে ক্ষমাও চেয়েছেন সকলের কাছে।
টুইট করে তিনি জানিয়েছেন, “আমার ভুল হয়েছে, আমি দুঃখিত। আমার অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমি ক্ষমা চাইছি। গত কয়েক দিনে আপনাদের প্রতিক্রিয়ার আমার উপর প্রভাব ফেলেছে। আমি কখনও তামাক সেবনের পক্ষে নই, তার বিজ্ঞাপনও করিনি।”
এছাড়াও তিনি ঐ বিজ্ঞাপন থেকে উপার্জন করা টাকা না নেওয়ার কথা দিয়ে বলেছেন, “পানমশলা সংস্থার সঙ্গে আমার কাজ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভাবতে বাধ্য করেছে। সংস্থার থেকে পাওয়া পারিশ্রমিক আমি ভাল কাজে দান করার সিদ্ধান্ত নিয়েছি। সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ওঁরা বিজ্ঞাপন প্রচার করবেন। তবে ভবিষ্যতে এ নিয়ে আমি সতর্ক থাকব।”