চরিত্রের খাতিরে অভিনেতা এবং অভিনেত্রীদের বহু পরিশ্রম করতে হয়। নায়ক-নায়িকাদের যেমন কম বয়সী চরিত্রে অভিনয় করতে হয় তেমনি অনেক ক্ষেত্রে কম বয়সের অভিনেতাদের বেশি বয়সী কিংবা বৃদ্ধ-বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। টলিউড (Tollywood) অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীও (Subhashree Ganguly) যেমন তার কেরিয়ারের সেই চ্যালেঞ্জ এবার নিয়েই ফেললেন।
হইচইতে খুব তাড়াতাড়ি আসছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhater Hotel) নামের একটি ওয়েব সিরিজ। এখানে ৭৫ বছর বয়সের একজন বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। প্রস্থেটিক মেকআপ করিয়ে শুভশ্রীকে বৃদ্ধার সাজে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে যে তাকে চেনাই যাচ্ছে না।
কোঁচকানো চামড়া, পাতলা হয়ে আসা সাদা চুল, চোখে মোটা ভারী ফ্রেমের চশমা, সাদা শাড়ি ব্লাউজে শুভশ্রীকে প্রথম ঝলকে দেখে রীতিমত চমকে গিয়েছিলেন নেটিজেনরা। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে তো আর প্রবীণ অভিনেত্রীদের অভাব নেই। মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে শুরু করে লিলি চক্রবর্তীরাও রয়েছেন। তাদের কেন এই সুযোগ দেওয়া হল না? উঠছে প্রশ্ন।
টলিউডের প্রবীণ দাপুটে অভিনেত্রীদের বাদ দিয়ে কম বয়সী অভিনেত্রীরা বৃদ্ধা সাজছেন। বিষয়টা কী নজরে দেখছেন তারা? এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে আপন আপন মতামত তুলে ধরেছেন বয়স্কা অভিনেত্রীরা। তাদের কথায় অবশ্য এতে আপত্তির কিছু নেই। এটা শিল্পীদের ইচ্ছার বিষয়।
মাধবী মুখোপাধ্যায় বলেছেন একজন তরুণ অভিনেত্রী যেমন বৃদ্ধার চরিত্রে অভিনয় করতে পারেন তেমন একজন কম বয়সী অভিনেতাও বৃদ্ধের ভূমিকায় অভিনয় করতে পারেন। এটা প্রশংসার যোগ্য বলেই মনে করেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে মুখ খুলেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়ও।
সাবিত্রী দেবীর কথায় নির্মাতাদের ইচ্ছে হয়েছে বলেই তারা তরুণ অভিনেত্রীকে দিয়ে এমন চরিত্র করাচ্ছেন। এক্ষেত্রে অন্য কারও কিছু বলার থাকতে পারে না। উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’ উপন্যাস অবলম্বনে দেবালয় ভট্টাচার্য এবার ওটিটির পর্দায় নতুন এই ওয়েব সিরিজ আনতে চলেছেন। শুভশ্রী গাঙ্গুলীর এটাই প্রথম ওয়েব সিরিজে অভিনয়। কাজেই তার ভক্তরা ভীষণ উৎসাহিত এই নতুন প্রজেক্ট নিয়ে।