বলিউডের (Bollywood) পরিচিত মুখ শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor)। ‘আশিকি ২(Aashiqui 2)‘, ‘এক ভিলেন'(Ek Villain)-এর মতো ব্লকবাস্টার ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শ্রদ্ধাকে। শুধু তাই নয়, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তার নতুন ‘ম্যায় ঝুটি তু মক্কার’ (Tu Jhoothi Main Makkaar)। যেখানে রণবীর কাপুরের (Ranbir Kapoor) বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। অন্য বলিউড অভিনেত্রীদের মতো শ্যুটিংয়েই সারাদিন কাটান শ্রদ্ধা। কিন্তু শ্যুটিং না থাকলে বেশিরভাগ সময় বাড়িতেই কাটান তিনি।
তাই নিজের বাড়িকে সব সময় সাজিয়ে গুছিয়েই রাখতে পছন্দ করেন অভিনেত্রী। ছোটবেলা থেকেই এই বাড়িতে থাকেন তিনি। বাড়িতে তিনি ছাড়াও থাকেন তার পরিবারের সদস্যরা। নায়িকার সবচেয়ে পছন্দের জায়গা তার বাড়ির ভিতরে কী রয়েছে সেটা অনেকেরই জানা ইচ্ছা। মুম্বাইয়ের এই বাড়িতেই থাকেন তার পিতা শক্তি কাপুর।
তার এই বাড়িতে দেওয়ালে রয়েছে নানা রকমের পেন্টিং, পারিবারিক ছবি ইত্যাদি। অন্যদিকে বাড়ি মধ্যে রয়েছে খোলা ব্যালকনি । যেখানে সাজানো রয়েছে নানা ধরনের ফুলের গাছ। সময় পেলেই এই গাছের পরিচর্যা করেন শ্রদ্ধা। তার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় স্থান হল এই ব্যালকনি।
বাড়ির ভিতরে রয়েছে কাঠের দরজা, জানালা। বাড়ির এক দেওয়ালে রয়েছে তারা বাবা-মা বড় করে বাঁধানো একটি ছবি। এই বাড়িতেই দিওয়ালি, গণেশ পুজোর আয়োজন করা হয়। বাড়ির সব সদস্যরাই উপস্থিত থাকে এই সময়। প্রতি বছরের মতো ২০২২ সালেও দিওয়ালির সেলিব্রেশনে সামিল হয়েছিল এই বাড়ির সব সদস্যরা।
বাড়ির সদস্যদের মধ্যে শ্রদ্ধার সবচেয়ে কাছের হলেন তার ভাই সিদ্ধান্ত কাপুর। তবে ভাই না থাকলে বাবার সঙ্গেও জমিয়ে আড্ডা দেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়াতেও বাবা সঙ্গে আড্ডা দেওয়ার মুহূর্ত শেয়ার করেছেন অভিনেত্রী। এছাড়াও নিজের বাড়ির নানা ছবি পোস্ট করেন তিনি।
বলিউডের এই প্রাণবন্ত অভিনেত্রীর কাছে তার পরিবারই সব। তাই কাজ না থাকলে পরিবারের সদস্যদের সঙ্গেই সময় কাটাতে ভালবাসেন তিনি। তার ছোটবেলার বহু স্মৃতি আজও ধরে রেখেছে এই বাড়ি।