জি বাংলার (Zee Bangla) ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) রিয়েলিটি শো কার্যত শুরুতেই ছক্কা দিয়েছে। প্রথম সপ্তাহেই ৭.৬ নম্বর নিয়ে টিআরপি তালিকায় নন ফিকশনের মধ্যে সেরা হয়েছে এই নাচের রিয়েলিটি শো। এই অনুষ্ঠানে মহাগুরুর আসনে আছেন মিঠুন চক্রবর্তী। ছোট ছোট প্রতিযোগীদের মধ্য থেকে সেরার সেরাদের বেছে নেওয়ার জন্য বিচারকের আসনে বসেছেন টলিউডের দুই ডিভা শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly), শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) এবং বলিউড সুন্দরী মৌনী রায়।
ওপেনিংয়েই কার্যত ঝোড়ো ব্যাটিং করেছে ডান্স বাংলা ডান্স। তবে আগামী সপ্তাহে আরও বড় এক চমক রয়েছে। কারণ অতিথি বিচারক হিসেবে আগামী শনি এবং রবিবার মঞ্চে উপস্থিত থাকবেন দেবশ্রী রায় (Debashree Roy)। সম্প্রতি চ্যানেলে তরফ থেকে শেয়ার করা হয়েছিল দেবশ্রীকে নিয়ে সেই প্রোমো। যা দেখে দর্শকরা তো দারুণ খুশি হয়েছেন।
টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়ের নাচ আজও এই বাংলায় খুবই বিখ্যাত। আমি ‘কলকাতার রসগোল্লা’ হোক কিংবা ‘জানা-অজানা পথে চলেছি’, দেবশ্রী অভিনীত প্রত্যেকটি সিনেমাতে প্রধান আকর্ষণ ছিল তার নাচ। ৬০ এর গণ্ডি পেরিয়েও নাচে আজও সেরা দেবশ্রী। তাকে কেবল ২ দিনের জন্য অতিথি বিচারক করায় বেশ চটে গিয়েছেন দর্শকদের একাংশ।
দর্শকরা দাবি করছেন দেবশ্রীকে প্রধান বিচারক করা হোক। এমনিতেই শুভশ্রী এবং শ্রাবন্তীদের বিচারক করা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ট্রোলিং। কেউ কেউ কটাক্ষ করে বলছেন শুভশ্রী-শ্রাবন্তীরা নাকি নিজেরাই নাচ জানেন না। সেই জায়গায় দেবশ্রীর নাচ আজও বিখ্যাত। তাকে কেন বিচারক করা হল না? উঠছে সেই প্রশ্ন।
সোশ্যাল মিডিয়াতে দর্শকরা সরাসরি কমেন্ট করে জানাচ্ছেন দেবশ্রীকে প্রধান বিচারক হিসেবে স্থায়ীভাবে DBDতে নিযুক্ত করা হোক। কেউ কেউ আবার শুভশ্রী এবং শ্রাবন্তীকে কটাক্ষ করে লিখছেন, “দেবশ্রী থাকতেও কেন নির্বোধগুলোকে বিচারক করা হল?” কেউ লিখছেন তারা এতদিন দেবশ্রীর জন্যই অপেক্ষা করছিলেন।
আগামী দুই বিশেষ পর্বে দেবশ্রী শুধু অতিথি বিচারক হিসেবে নয়, খুদে প্রতিযোগী এবং মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গে নাচের মঞ্চে কোমর দোলাবেন। সেই সঙ্গে অঙ্কুশ এবং শুভশ্রীর সঙ্গেও তাকে পুষ্পার ‘সামি সামি’ গানে নাচতে দেখা গেল। নাচে গানে আড্ডায় আগামী ২ পর্ব জমজমাট হতে চলেছে। তাই মিস না করে অবশ্যই দেখুন ডান্স বাংলা ডান্স।