বর্তমানে ইঁদুর দৌড়ের বাজারে বিনোদনের ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করা নবাগত নায়ক এবং নায়িকাদের পক্ষে বেশ কষ্টকর। কিন্তু প্রথম সুযোগকে কাজে লাগিয়ে কার্যত বাজিমাত করে দিয়েছেন ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) নায়িকা দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। নায়িকা হিসেবে এটাই ছিল তার প্রথম সিরিয়াল। প্রথম সুযোগে নিজেকে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন তিনি।
স্বস্তিকা ঘোষ তার অভিনয়ের মাধ্যমে সমাজে একটি কালো মেয়ের যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন। সেই সঙ্গে সূর্যের সঙ্গে তার আলাপ, তাদের প্রেম, বিয়ে থেকে শুরু করে দীপার মা হয়ে ওঠা, চরিত্রের প্রতিটি শেডস যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তবে জানেন কি অভিনয় ছাড়া আরও একটি বিশেষ গুণ রয়েছে তার মধ্যে?
অভিনয় ছাড়াও স্বস্তিকা একজন সুগায়িকা। তার গানের এই প্রতিভা বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে ধরা পড়ে। আসলে বাংলা সিরিয়ালের অভিনেতা এবং অভিনেত্রীদের বিভিন্ন মাচা শোতে অংশ নিতে হয়। সেখানে ভক্তদের চাহিদা অনুসারে নেচে, গেয়ে, ডায়লগ বলে শোনাতে হয় তাদের। এরকম একটি মাচা অনুষ্ঠানে দীপার কন্ঠের গান শোনার সুযোগ হয়েছিল ভক্তদের।
প্রেম দিবসে একটি মাচা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্বস্তিকা। Valentines Day উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনাতে তাকে নিয়ে এই অনুষ্ঠানের আসর বসেছিল। সেখানে তিনি ‘আশিকি টু’ ছবির ‘চাহু ম্যায় ইয়া না’ গানটি গেয়ে ভালবাসার জোয়ার আনেন ওই মঞ্চে। দর্শকরা তার গান শুনে হাততালির ঝড় তোলেন।
এর আগেও স্বস্তিকার সুন্দর কন্ঠের গান সোশ্যাল মিডিয়াতে বহুবার ভাইরাল হয়েছিল। অভিনয়ের পাশাপাশি তার গান শুনেও মুগ্ধ হয়েছেন ভক্তরা। অসাধারণ অভিনয় ক্ষমতার গুনে দীপা অনেকের কাছেই প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। সেই সঙ্গে তার গানের ভক্ত হয়ে উঠেছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিওতে যারা প্রথমবারের জন্য স্বস্তিকার গান শুনলেন তারা অবাক হয়ে গিয়েছেন। সকলেই তাকে পরামর্শ দিচ্ছেন অভিনয়ের পাশাপাশি গানটাকেও যেন সমানতালে তিনি চর্চা করেন। তাকে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।