৪ মাস মেয়ের খোঁজ নেই, লন্ডনে পা দিতেই বাবা-মা পর, চিন্তায় ঘুম উড়েছে সৌরভ-ডোনার

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) একমাত্র মেয়ে সানা গাঙ্গুলী (Sana Ganguly) পড়াশোনা করছেন লন্ডন ইউনিভার্সিটিতে (London University)। বাবা-মায়ের একমাত্র মেয়ে বলে কথা, তার উপর আবার এত দূরে মেয়েকে পড়াশোনার জন্য পাঠাতে হয়েছে, স্বাভাবিকভাবেই তাই মেয়ের জন্য উদ্বিগ্ন থাকেন সৌরভ এবং ডোনা। দুই দেশের মধ্যে দূরত্বের বিস্তর পার্থক্য থাকলেও মেয়েকে নজরের আড়াল করতে চান না তারা।

দেখতে দেখতে দু-দুটি বছর লন্ডনে কাটিয়ে ফেলেছে সানা। তার গ্রাজুয়েশনের আর মাত্র চার মাস বাকি আছে। এই সময় জুড়ে ডোনা সব সময় মেয়ের পাশে পাশেই থেকেছেন। সেই সঙ্গে সৌরভকেও মাঝেমধ্যেই ছুটতে হয়েছে লন্ডনে। কিন্তু সানা তার গ্রাজুয়েশনের এই শেষ চারটি মাস বাবা-মাকে ছাড়া একা একাই লন্ডনে থাকতে চান।

dona ganguly and sana ganguly

সম্প্রতি নাচের একটি অনুষ্ঠান মঞ্চে মেয়েকে নিয়ে মুখ খুলেছিলেন ডোনা। তিনি জানান তাদের মেয়ে এখন লন্ডনে পড়াশোনা করছে। ওখানে সানার প্রথম বছরটা করোনার মধ্যে কেটেছে। দ্বিতীয় বছরটাতেও গোটা সময় জুড়ে ডোনা তার মেয়ের পাশেই থেকেছিলেন। সানাকে লন্ডনে রেখে গত বছরের এপ্রিল মাসে দেশে ফিরেছিলেন ডোনা। তারপর আবার নভেম্বরে গিয়েছিলেন মেয়ের কাছে।

ডিসেম্বর মাসে মেয়ে যখন বাড়িতে ফিরে এল তখন মায়ের কাছে আবদার করে বসে, “মা আমার গ্রাজুয়েশনের মাত্র চার মাস আছে আর। প্লিজ এসো না। একেবারে গ্রাজুয়েশনের সময় আসবে।” মেয়ের কথাই মেনে নিয়েছেন মা। আসলে তিনি বুঝতে পেরেছেন মেয়ের একটু স্পেস দরকার।

SOURAV GANGULY AND SANA GANGULY

সানা বর্তমানে ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মেয়েকে বিদেশে পাঠাতে ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীর বেশ ভয় ছিল। কিন্তু মেয়ের পড়াশোনার কথা ভেবে মনের উদ্বেগ মনে চেপে রেখেছিলেন তিনি। দাদাগিরির মঞ্চে সৌরভ জানিয়েছিলেন মেয়েকে বিদেশে একা ছাড়তে মন চায়নি তার। এতদিন মেয়ের সঙ্গে তাই দেশের বাইরে ছিলেন ডোনা।

SANA SOURAV AND DONA

সৌরভ-ডোনার মেয়ের বয়স এখন ২১ বছর। তিনিও মায়ের মত ভাল নাচতে পারেন। তবে কেরিয়ার হিসেবে তিনি মায়ের মত নাচকেই বেছে নেবেন কিনা সেটাই এখন দেখার। যদিও সৌরভ এবং ডোনা গাঙ্গুলীর মেয়ে হয়েও নিজেকে লাইম লাইট থেকে দূরেই রাখতে চান সানা।