সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির বিয়ের পর বলিউডে এখন সমস্ত লাইম-লাইট শুষে নিয়েছে স্বরা ভাস্করের বিয়ে। না, বড় বাজেটের দিক থেকে নয়, স্বরা ভাস্কর (Swara Bhaskar) বিয়ে করেছেন তার ‘ভাই’কে এবং সেটাই হয়ে উঠেছে তাকে নিয়ে সমালোচনার বিষয়বস্তু। বলিউডের (Bollywood) এই অভিনেত্রীর বিয়ে এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক হয়ে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সকলকে চমকে দিয়ে বিয়ের খবর জানিয়েছেন স্বরা। তারপর থেকেই তার স্বামীর পরিচয় জানার জন্য ব্যাকুল হয়ে ওঠে গোটা নেটপাড়া। আর তার পরিচয় জানার পরই মাথায় হাত পড়ে সকলের। কারণ স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ নাকি তার ভাই! বিয়ের আগে স্বামীকে ভাই বলেই যে ডাকতেন তিনি!
স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদ হলেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট। দুজনের রাজনৈতিক মতাদর্শ মিলেছে প্রথমে। তারপর সমাজবাদী পার্টির এই যুবনেতার প্রেমে পড়ে যান স্বরা। সম্প্রতি খাতায়-কলমে তারা তাদের বিয়েটা সেরেছেন। তবে মুসলিম পরিবারে বিয়ে করা নিয়ে সরবরাহে অনেক কটাক্ষ সহ্য করতে হচ্ছে।
ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও বিয়ের ক্ষেত্রে হিন্দু এবং মুসলিমের মধ্যে সম্পর্কটা আজও মেনে নিতে দ্বিধা রয়েছে সমাজের। কিন্তু বিনোদনের দুনিয়াতে অবশ্য এমনটা আকছার ঘটছে। স্বরা ভাস্কর এবার সেই দলেই নাম লেখালেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের বলে তাদের বিয়েটা সুসম্পন্ন হয়েছে। তাই স্পেশাল ম্যারেজ অ্যাক্টকে কুর্নিশ জানিয়েছেন স্বরা।
নিতান্তই সাদামাটাভাবে স্বরা এবং ফাহাদের বিয়ের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল। ডিজাইনার পোশাকের পরিবর্তে মায়ের শাড়ি এবং গয়না পরেছিলেন অভিনেত্রী। আইনি পেপারে সই-সাবুদ করে ও মালা-বদল করে তাদের বিয়েটা হয়েছে। সামাজিক মাধ্যমে বিয়ের কিছু ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী।
বিয়ের ছবি শেয়ার করে স্পেশাল ম্যারেজ আইনকে কুর্নিশ করে অভিনেত্রী মন্তব্য করেছেন এমন একটা আইনের জন্য থ্রি চিয়ার্স। এই একটা আইন রয়েছে ভালবাসাকে সুযোগ দেওয়ার জন্য। ভালবাসার অধিকার, পছন্দমত সঙ্গী নির্বাচন এবং বিয়ে করার অধিকার, এগুলো বিশেষ সুবিধা নয় বরং স্বাভাবিকভাবেই প্রত্যেকটি মানুষের পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।