নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ছিলেন সুপারস্টার গোবিন্দা (Gobinda) ওরফে গোবিন্দ অরুণ আহুজা (Gobinda Arun Ahuja)। ১৫০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে রয়েছে বহু ব্লকবাস্টার (Blockbuster) ছবির নামও। কিন্তু বেশ কিছু ব্লকবাস্টার ছবিতে কাজ করবার সুযোগ পেয়েও করেননি তিনি। তবে শুধু হিন্দি(Hindi) নয়, তিনি একটি হলিউডের(Hollywood) ছবিও প্রত্যাখান করেছিলেন। তালিকায় এমনি কিছু ছবির নাম দেওয়া হয়েছে যেগুলোতে অভিনয় করলে সত্যিই হিরো নাম্বার ওয়ান হয়ে যেতেন গোবিন্দা।
তাল (Taal): অক্ষয় খান্না, অনিল কাপুর ও ঐশ্বর্য্য রাই অভিনীত এই ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন গোবিন্দা। কিন্তু তিনি করেননি। পরে এই বিষয়ে জানিয়েছিলেন গোবিন্দা নিজেই। শোনা গিয়েছে, এই ছবিতে অনিল কাপুরের অভিনীত চরিত্রটি গোবিন্দাকে করতে বলা হয়েছিল।
চাঁদনি (Chaadni): যশ চোপড়া পরিচালনায় নির্মিত এই রোমানন্টিক ছবিতে মুখ্য অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও শ্রীদেবী। কিন্তু প্রথমে ঋষি কাপুরের চরিত্রটি গোবিন্দাকে করতে বলা হয়েছিল। গোবিন্দা জানিয়েছিলেন, তিনি শারীরিক ভাবে প্রতিবন্ধী ব্যক্তির চরিত্রে অভিনয় করতে চান না। সেই জন্য এই ছবি করেননি তিনি।
অবতার (Avatar): গোবিন্দা নিজেই জানিয়েছেন যে এই ছবিতে তাকে অভিনয় করতে বলেছিলেন জেমস ক্যামেরন। কিন্তু প্রায় ৪১০ ধরে ছবি শ্যুটিং চলা কথা ছিল ও এছাড়াও এই চরিত্রে জন্য নিজের গায়ে রং করতে হতো গোবিন্দাকে। সেই জন্য তিনি এই ছবিতে অভিনয় করতে চাননি। পরে অবশ্য জেমস ক্যামেরনের কাছে এই নিয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি।
গদর- এক প্রেম কথা (Gadar Ek Prem Katha): হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক ছবিগুলোর মধ্যে একটি হল ‘গদর’। এই ছবির চরিত্র ও গান দুটোই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। অনেকেই হয়তো জানেন না, যে এই ছবিতে সানি দেওয়ালের চরিত্রটি প্রথমে গোবিন্দার করার কথা ছিল। কিন্তু গোবিন্দা না বলায় পরে সানিকে এই চরিত্রে কাস্ট করা হয়।
দেবদাস (Devdas): ‘কিং খান’-এর জীবনের অন্যতম জনপ্রিয় ছবিগুলোর মধ্যে একটি হল ‘দেবদাস’। ব্লকবাস্টার এই ছবিতে জ্যাকি শ্রফ অভিনীত চুন্নি বাবু চরিত্রে প্রথমে গোবিন্দাকে ভাবা হয়েছিল। কিন্তু শাহরুখ খানের সঙ্গে মনোমালিন্য থাকায় তিনি এই চরিত্রটি করতে রাজি হননি।