টলিউড (Tollywood) অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) এবং বিতর্ক যেন দুই সমার্থক শব্দ কেবল। বাংলা সিনেমার এই অভিনেত্রী তার কেরিয়ারের দিক থেকে অনেক সফল। সেই সঙ্গে প্রতিনিয়ত তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কটাক্ষ সহ্য করতে হয়। ব্যক্তিগত জীবন বিশেষ করে প্রেম এবং বিয়ে, ডিভোর্স তারপর আবার প্রেম এইসব নিয়েই শ্রাবন্তীকে নিয়ে কাটাছেঁড়া চলে।
শ্রাবন্তীর জীবনে এ পর্যন্ত বহু পুরুষের সমাগম হয়েছে। তবে এইবার প্রসেনজিতের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের কটাক্ষ হচ্ছে অভিনেত্রীকে নিয়ে। অনেকেই হয়ত জানেন শ্রাবন্তী শিশু শিল্পী হিসেবে প্রথমবার বড়পর্দায় পা রেখেছিলেন। তার প্রথম সেই ছবিতে নায়ক ছিলেন প্রসেনজিৎ (Prasenjit Chatterjee)। ‘মায়ার বাঁধন’ নামের ছবিতে প্রসেনজিতের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
দীর্ঘ কয়েক দশক পেরিয়ে সেই শ্রাবন্তীই এখন প্রসেনজিতের নায়িকা। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন এক সময়। তখন তার মেয়ের চরিত্রে দারুণ অভিনয় করে মন জিতে নিয়েছিলেন শ্রাবন্তী। প্রসেনজিৎ নিজেও তার অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এত বছর বাদে শ্রাবন্তী হলেন প্রসেনজিতের নায়িকা, তার স্ত্রী।
সদ্য ‘কাবেরী অন্তর্ধান’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে টলিউডে। এই ছবিতে তার বিপরীতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ। মেয়ে থেকে সোজা বউ হয়ে গেলেন শ্রাবন্তী! এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চা শুরু হয়েছিল শ্রাবন্তী ও প্রসেনজিৎকে নিয়ে। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
শ্রাবন্তী জানিয়েছেন প্রসেনজিতের সঙ্গে তার খুব ভাল সম্পর্ক রয়েছে। তবে প্রথম ছবিটাতে অভিনয় করার পর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা হলেও তাদের আর কাজ করার সুযোগ হয়নি বহুদিন। প্রসেনজিৎকে নিয়ে তাই শ্রাবন্তীর মনে একটা সুপ্ত বাসনা ছিল। তিনি বড় হয়ে প্রসেনজিতের নায়িকা হতে চেয়েছিলেন। এতদিন বাদে তার এই ইচ্ছেটা পূরণ হল।
প্রসেনজিৎ নাকি মাঝেমধ্যেই তার সঙ্গে বেশ মজা করেন প্রথম ছবি নিয়ে। এখনও দেখা হলে মাঝেমধ্যে তিনি তাকে বলতেন, “তোকে পিঠে নিয়ে ঘুরি?” শ্রাবন্তী বলেন প্রসেনজিতের সঙ্গে অভিনয় করা নিয়ে তার মনে যে ভয় কাজ করছিল সেটা বুম্বাদা নিজেই দূর করে দিয়েছিলেন। ছোটতে শ্রাবন্তীর চুলের স্টাইলের জন্য প্রসেনজিৎ তাকে ‘লেডি ডায়ানা’ বলতেন। আর তাকে বলতেন বড় হলে শ্রাবন্তী তার নায়িকা হবেন। এতদিন বাদে তার সেই কথাটাই সত্যি হল।