এক্কাদোক্কার অঙ্কিতার স্বামী টলিউডের একজন নামকরা সুপারস্টার, তার আসল পরিচয় জানলে চমকে যাবেন

কোজাগরী, এখানে আকাশ নীল, কুসুমদোলা থেকে শুরু করে আজকের এক্কাদোক্কা (Ekka Dokka), বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসের (Aparajita Ghosh Das) সঙ্গে দর্শকরা বেশ সুপরিচিত। একটা সময় বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) নায়িকা হিসেবে চুটিয়ে কাজ করছিলেন তিনি। তারপর ছোট পর্দা থেকে দীর্ঘ বেশ কয়েক বছরের বিরতি নিয়ে নেন অপরাজিতা। চার বছর পর লীনা গাঙ্গুলীর সিরিয়ালে পার্শ্বচরিত্র হয়েই ফিরে এসেছেন তিনি।

রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর অঞ্জন দত্তের ‘ইতি শ্রীকান্ত’ ছবির হাত ধরে টলিউডের অপরাজিতার অভিনয়ের কেরিয়ার শুরু হয়। প্রথম ছবিতেই তিনি তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন। এরপর তার কাছে একের পর এক ছবি এবং সেই সঙ্গে বাংলা সিরিয়ালে অভিনয়ের প্রস্তাব আসতে থাকে।

APARAJITA GHOSH DAS

বাংলা টেলিভিশনে ‘একদিন প্রতিদিন’ সিরিয়ালের হাত ধরে তার যাত্রা শুরু হয়েছিল। এই সিরিয়ালে মোহরের চরিত্রে অভিনয় করে বাংলা সিরিয়ালের দর্শকদেরও মন জয় করে নেন অপরাজিতা। এরপর একে একে তিনি বিজয়িনী, এখানে আকাশ নীল, চেকমেট, কোজাগরী, কুসুম দোলা, উলট পুরান ধারাবাহিকে অভিনয় করেছিলেন। একইসঙ্গে সিনেমার কাজও চালিয়ে যাচ্ছিলেন অপরাজিতা।

অপরাজিতার অভিনীত সিনেমাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’, ‘পোস্ত’, ‘ভেংচি’, ‘এক ফালি রোদ’, ‘বাকিটা ব্যক্তিগত’, ‘তখন ত্রিশ’, ‘হাতে রইলো পিস্তল’, ‘চৌরাস্তা- ভালোবাসার ক্রসরোডস’, ‘চলো লেটস গো’, ‘রাত বারোটা পাঁচ’, ‘ইতি শ্রীকান্ত’ ইত্যাদি। বর্তমানে একাদোক্কা সিরিয়ালে রাধিকার দিদি অঙ্কিতার চরিত্রে অভিনয় করছেন তিনি।

APARAJITA GHOSH DAS AND WRITTICK CHAKRABORTY

অভিনয়ের সুবাদেই তিনি তার মনের মানুষের সন্ধান পেয়েছেন। তার স্বামীও টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। তিনি হলেন প্রখ্যাত টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। পরিণীতা, ভিঞ্চিদা, নগর কীর্তন, জ্যেষ্ঠ পুত্র, মাছের ঝোল ধর্মযুদ্ধ ইত্যাদি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ঋত্বিক এবং অপরাজিতা বিয়ে করেছেন বেশ কয়েক বছর আগে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।

APARAJITA GHOSH DAS AND WRITTICK CHAKRABORTY SON

ঋত্বিক-অপরাজিতার একমাত্র সন্তানের নাম উপমন্যু চক্রবর্তী। তার ডাক নাম ‘পান্ত’। অপরাজিতা কুসুম দোলা সিরিয়ালের পর দীর্ঘ চার বছর সিরিয়াল থেকে দূরে ছিলেন। চার বছর পর তিনি যখন ফিরলেন, তখন একেবারে পার্শ্ব চরিত্রে। যদিও এক্কাদোক্কাতে তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। আর লীনা গাঙ্গুলীর সিরিয়াল নায়ক-নায়িকা সর্বস্ব নয় সে কথা সকলেরই জানা। এখানে পার্শ্ব চরিত্ররাও সমান গুরুত্ব পান।