বিগত প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন শাহরুখ, সালমান, আমির, অক্ষয়, অজয় দেবগনরা। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান। এই ছবিটি হাজার কোটির ব্যবসা করার দিকে এগিয়ে যাচ্ছে। ছবির জন্য শাহরুখ নাকি ১০০ কোটির পারিশ্রমিক নিয়েছেন। এই মুহূর্তে বলিউডে বাকি অভিনেতাদের দর কত যাচ্ছে জানেন (Bollywood Superstars Payment)? জেনে নিন বলিউড নায়কদের পারিশ্রমিকের অঙ্কটা।
শাহরুখ খান (Shah Rukh Khan) : শাহরুখ খান পাঠান ছবির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সেটা সকলেই জানেন। এমনিতে সাধারণত এর আগেও তিনি তার প্রত্যেকটি ছবির জন্য লাভের অংকের ৬০% নিয়েছেন। এই নিয়মের বলে এমনিতেই তিনি এই মুহূর্তে বলিউডের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। বলা হয় টম ক্রুজ, জর্জ ক্লুনি, রবার্ট দি নিরোর মত হলিউড তারকাদের থেকেও নাকি শাহরুখের পারিশ্রমিক বেশি।
অক্ষয় কুমার (Akshay Kumar) : অক্ষয় কুমারের পারিশ্রমিকও কিছু কম নয়। বছরে তিনি অন্ততপক্ষে ১০ থেকে ১২ টি ছবি করেই থাকেন। শেষবার মুক্তি পেয়েছিল তার ‘রাম সেতু’ ছবিটি। এই ছবির জন্য তিনি ৫০ কোটি টাকা নিয়েছিলেন। এছাড়া শোনা যাচ্ছে তিনি নাকি তার পরবর্তী ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র জন্য ১৩৫ কোটি টাকা নিয়েছেন। পারিশ্রমিক ছাড়াও তিনি ছবির বাণিজ্যিক আয়ের লাভের অংশ নিয়ে থাকেন।
সালমান খান (Salman Khan) : সালমান খান বলিউডের প্রথম ১০০ কোটি টাকা পারিশ্রমিক প্রাপ্ত তারকা ছিলেন। সুলতান ছবির জন্য তিনি এই টাকা পেয়েছিলেন। এরপর ‘টাইগার জিন্দা হে’ ছবির জন্য তিনি ১৩০ কোটি টাকা দাবি করেন। সেই সঙ্গে ছবির লাভের ৬০ থেকে ৭০% তিনি পেয়ে থাকেন।
আমির খান (Aamir Khan) : আমির খানের পারিশ্রমিকের অংকটাও কিন্তু কিছু কম নয়। তিনি এক একটি ছবির জন্য ১০০ থেকে ১৫০ কোটি টাকা নিয়ে থাকেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে ছবির ৭০ শতাংশ লভ্যাংশ যায় তার কাছে। এছাড়া বিজ্ঞাপন এবং অন্যান্য রোজগার মিলিয়ে মাসে ১৫ কোটি টাকা উপার্জন করেন তিনি।
রণবীর সিং (Ranveer Singh) : বর্তমানে রণবীর সিং বলিউডের প্রথম সারির অভিনেতা। প্রত্যেকটি ছবির জন্য তিনি মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যদিও তার পারিশ্রমিকের অঙ্কটা শাহরুখ, সালমানদের মত অত উঁচু দরের নয়। তিনি ছবি পিছু ৩০ কোটি টাকা পেয়ে থাকেন। সেই সঙ্গে ছবির বক্স অফিস কালেকশনের একটা লভ্যাংশ পান।
অজয় দেবগন (Ajay Devgan) : ছবি কিছু অজয় দেবগনের রোজগার থাকে ৬০-১২০ কোটি টাকা। দৃশ্যম ২ ছবির জন্য তিনি ৩৫ কোটি টাকা পেয়েছেন বলে জানা গিয়েছে। দক্ষিণের আর আর আর ছবিতে অভিনয় করার জন্য তিনি পেয়েছিলেন ৩৫ কোটি টাকা। গঙ্গুবাই কাঠিয়াবাড়ীতে অভিনয়ের জন্য তিনি ১১ কোটি টাকা নিয়েছিলেন।
হৃত্বিক রোশন (Hrithik Roshan) : হৃত্বিক রোশন বর্তমানে ছবির জন্য ৭০ থেকে ১১০ কোটি টাকা নিয়ে থাকেন। ওয়ার ছবির জন্য তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সেই সঙ্গে লাভের কিছুটা অংশ তিনি নিয়েছিলেন।