বক্স অফিসে দুরন্ত গতিতে ছুটছে ‘পাঠান’ (Pathaan)। বলিউডের (Bollywood) ব্লকবাস্টার হিট এই ছবির জন্য যেমন প্রশংসা পাচ্ছেন শাহরুখ খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোনরা, তেমনি ছবির অন্যান্য চরিত্ররাও দারুণ প্রশংসা পাচ্ছেন। এদের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছেন শাজি চৌধরী (Shaji Choudhary)। ১৭ বছর পর তিনি আবার শাহরুখ খানের সঙ্গে একই ছবিতে অভিনয় করলেন।
পাঠান ছবিতে এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন শাজি। শাহরুখের সঙ্গে এই ছবিতে তার ৬ থেকে ৬ টি দৃশ্য রয়েছে। ১৭ বছর আগেও কিন্তু শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির নাম ছিল ‘ম্যায় হু না’। সেখানে শাহরুখের সঙ্গে কেবল একটি দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি। আজ এত বছর বাদে শাজি এবং শাহরুখকে একই ফ্রেমে দেখে দর্শকরাও নস্টালজিক হয়ে পড়লেন।
খুব ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল শাজির। তবে রাজস্থানের জয়পুরের এক কৃষক পরিবারের ছেলে হয়ে এই স্বপ্ন পূরণ করা ছিল খুবই কঠিন। দীপাবলি উপলক্ষে প্রত্যেক বছর বন্ধুদের সঙ্গে রামলীলা নাটকে যোগ দিতে দিতে তার মনের মধ্যে অভিনয় করার বাসনা জাগে। জানেন কি মাত্র ১০ বছর বয়সে বিয়ে করেছিলেন শাজি? ১২ বছর বয়সে তিনি জয়পুরে তার বড় দাদার কাছে চলে আসেন।
এরপর স্কুলের পড়াশোনা শেষ করে তিনি রাজস্থান ইউনিভার্সিটিতে স্নাতক স্তরে ভর্তি হন। সেই সঙ্গে দাদার সঙ্গে ব্যবসার কাজেও হাত লাগিয়েছিলেন। এরপর ২০০৪ সালে তিনি মুম্বাইতে চলে আসেন মডেলিং করার জন্য। বিভিন্ন ছবির জন্য অডিশন দিতেন তখন। দূরদর্শনের জনপ্রিয় ‘শক্তিমান’ ধারাবাহিকে খলনায়কের চরিত্রে সুযোগ পেয়েছিলেন তিনি। সেইসঙ্গে ২০০৪ সালে তিনি শাহরুখের ‘ম্যায় হু না’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করে বলিউডে প্রবেশ করেন।
এরপর আরও অসংখ্য ছবিতে অভিনয় করেন শাজি। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যোধা আকবর, শুট আউট অ্যাট ওয়াডলা, পিকে, তেভার, মহেঞ্জোদারো, কাবিল, থাগস অফ হিন্দুস্তান ইত্যাদি। সব ছবিতেই তাকে পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। বেশিরভাগ ছবিতেই তাকে খলনায়কের সহকারী হিসেবে কাজ করতে হয়েছে।
শাজি মির্জাপুর ওয়েব সিরিজেও কাজ করেছেন। এখানকার মুখ্য চরিত্র কালীন ভাইয়ার বিশ্বস্ত কর্মী হিসেবে অভিনয় করেছিলেন তিনি। মির্জাপুরের ‘মকবুল’ চরিত্রটির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এই একটি ওয়েব সিরিজ তাকে সাফল্যের শিখরে তুলে দেয়। এরপর তিনি ব্ল্যাঙ্ক, প্রণাম ছবিতে অভিনয় করেন। তবে ‘পাঠান’ ছবিতে অভিনয় করে আবার চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছেন তিনি।