বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) দর্শকদের বিনোদনের অনেক বড় অংশ। সারাদিনের অনেকটা সময় জুড়ে পুরুষ মহিলা নির্বিশেষে টিভির সামনে বসে কাটান। কাজেই বাংলা সিরিয়াল নিয়ে তাদের মনে অনেক প্রত্যাশা থাকে। সেগুলো পূরণ না হলে তখন সোশ্যাল মিডিয়াতে ওঠে সমালোচনার ঝড়। এই যেমন সম্প্রতি জি বাংলার (Zee Bangla) নতুন শুরু হওয়া একটি সিরিয়াল নিয়ে তোলপাড় চলছে। দর্শকদের দাবি এই সিরিয়ালটি নাকি একটি জনপ্রিয় সিরিয়ালকে কপি করছে।
দুই বোন আর এক নায়কের গল্প, ছোট বোন এবং নায়ক একে অপরকে পছন্দ করে। এদিকে বড় বোন ছোট বোনকে হিংসে করে, তার পছন্দের সবকিছুই সে কেড়ে নিতে চায়। এমনকি বোনের ভালবাসার দিকেও তার নজর রয়েছে। জি বাংলার নতুন সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) এর প্রোমো দেখেই দর্শকরা আন্দাজ করে ফেলেছিলেন এই সিরিয়ালটি আসলে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছা নদী’র (Icche Nodee) কপি।
নাম থেকে সিরিয়ালের গল্পের প্লট, সবটাই নির্দ্বিধায় কপি করা হয়েছে বলে দাবি করছেন দর্শকরা। সম্প্রতি এই সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়েছে। প্রথম দুটি এপিসোড দেখার পর দর্শকদের ধারণা আরও দৃঢ় হয়েছে। তারা সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে মন্তব্যও করছেন। তাদের দাবি স্টার জলসার ধারাবাহিকের গল্প চুরি করা হয়েছে।
‘ইচ্ছে পুতুলে’ দেখা যাচ্ছে নায়িকা মেঘ তার দিদিকে খুবই ভালবাসে। দিদির জন্য সে নিজের সব পছন্দের জিনিস ত্যাগ করতে পারে। তার দিদির একটি ভয়ংকর অসুখ রয়েছে। হঠাৎ হঠাৎ অসুস্থ হলে তখন মেঘকে তার জন্য রক্ত দিতে হয়। মেঘ তার জীবনটাই দিদির নামে উৎসর্গ করে দিয়েছে। বাড়ির ছোট মেয়ে হলেও সে অনেক বেশি বুদ্ধিমতী এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলে।
এই সিরিয়ালের গল্পের সঙ্গে হুবহু মিল রয়েছে ইচ্ছে নদীর। এখানেও যেমন মেঘকে একমাত্র তার বাবাই বোঝেন তেমনই ইচ্ছেনদীতেও এরকমই গল্প দেখানো হয়েছিল। ‘ইচ্ছে নদী’তে যেমন মেঘলা খুব সুন্দর গান গাইত, ’ইচ্ছে পুতুলে’র মেঘও তেমনই ভাল গান গায়, রেওয়াজ করে। মেঘলা যেমন মুখ বুজে সংসারের সব কাজ একাই করত, মেঘও একদম ঠিক তারই মত।
ইচ্ছেনদী সিরিয়ালের মেঘলা এবং অনুরাগকে দর্শকরা আজও ভালবাসেন। এই জুটির প্রতি আলাদাই এক ভাল লাগা কাজ করে তাদের মনের মধ্যে। তাই দর্শকদের মনে হচ্ছে নতুন সিরিয়ালটি জনপ্রিয় ওই পুরনো সিরিয়ালের গল্প টুকে নজর কাড়তে চাইছে। তাই তারা বেজায় চটে গিয়েছেন এই সিরিয়ালটির উপর। এমনকি সোশ্যাল মিডিয়াতে সরাসরি জি বাংলাকে ‘চোর’ অপবাদও শুনতে হচ্ছে।