‘পাঠানে’র দিন শেষ, বক্স অফিসে ঝড় তুলতে আসছে দক্ষিণের এই ৫ অ্যাকশন ছবি

২০২২ সালে সাউথের (South Indian Film Industry) একের পর এক দমদার ছবির কাছে কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। পুষ্পা, আর আর আর থেকে শুরু করে কেজিএফ, ভালিমাই, গত বছর একতরফাভাবে এগিয়ে গিয়েছে দক্ষিণ। তবে ২০২৩ এও বলিউডকে এক চুল জায়গা ছেড়ে দিতে নারাজ দক্ষিণী ইন্ডাস্ট্রি। এই বছরই মুক্তি পেতে চলেছে ৫টি দক্ষিণী ছবি (5 Upcoming South Indian Movie)। এক নজরে দেখে নিন তালিকা।

পুষ্পা ২ (Pushpa 2) : ‘পুষ্পা দা বিগিনিং’, অল্লু অর্জুনের প্রথম ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এই ছবির দ্বিতীয় পার্ট আসবে তা আগেই জানানো হয়েছে। শোনা যাচ্ছে এই বছরই মুক্তি পেতে চলেছে পরিচালক সুকুমারের এই ছবিটি। ‘পুষ্পা দা রুল’ মুক্তি পেলে তা আগের বক্স অফিস কালেকশনকে ছাপিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে।

salaar

সালার (Saalar) : ২০২৩ সালে দক্ষিণের যে ছবিগুলো মুক্তি পাবে তার মধ্যে অন্যতম নাম হল ‘সালার’। ২০২৩ সালের মার্চ মাসের মুক্তি পেতে পারে এই ছবিটি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি হাসান।

আদিপুরুষ (Adipurush) : এই বছর যে ছবিগুলি মুক্তি পাবে তার মধ্যে ‘আদিপুরুষ’ এর নামটাও রয়েছে। গত বছর এই ছবির টিজার মুক্তি পেয়েছিল। সেখানে সাইফ আলি খানের রাবণ লুক নিয়ে চূড়ান্ত সমালোচনা হয়। এই ছবিতে প্রভাস রামের ভূমিকায় অভিনয় করেছেন এবং কৃতি স্যানন সীতার ভূমিকায় অভিনয় করেছেন।

hari hara veera mallu

হরি হারা ভিরা মাল্লু (Hari Hara Veera Mallu) : দক্ষিণের বহু প্রতিক্ষিত এই ছবিটিকে নিয়েও বেজায় উৎসাহিত দর্শকরা। দক্ষিণের সুপারস্টার পবন কল্যাণের এই ছবিটিও এই বছর মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

dasara (1)

দশরা (Dasara) : দক্ষিণের এই পাঁচ নম্বর ছবিটিও এই বছরই মুক্তি পাবে। ছবিটির প্রেক্ষাপট প্রধানত গ্রামবাসীদের জীবনর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন নানী এবং কীর্তি সুরেশ।