২০২২ এর সেরা ১০ ভারতীয় ছবি, যেগুলো না দেখলে হবে চরম মিস

২০২২ সালে করোনা অতিমারির পর কার্যত ঘুরে দাঁড়িয়েছিল বিনোদনের দুনিয়া। বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বছর বেশ কিছু ছবি মুক্তি পায়, তবে ঝোড়ো ইনিংসে একতরফা ব্যাটিং করে বলিউডকে কোণঠাসা করে ফেলে সাউথ। আজ এই প্রতিবেদনে জেনে নিন আইএমডিবির নিরিখে ২০২২ সালের সেরা রেটিং প্রাপ্ত ১০ ছবির তালিকা (Best 10 Indian Movies Released On 2022)। যেগুলো না দেখে থাকলে হবে চরম মিস।

আর আর আর : দক্ষিণে এস এস রাজামৌলির ছবি মানেই মুক্তির আগে তা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে দেয়। বাহুবলির পর তিনি বানালেন আর আর আর। ছবিটি দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাম ভীমা এবং আলুরি সিতারামা রাজুর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। ছবিটি মুক্তির পর ১২০০ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। আইএমডিবিতে সিনেমাটিকে ১০ এর মধ্যে ৮ নম্বর দেওয়া হয়েছে।

the-kashmir-files-

দ্য কাশ্মীর ফাইলস : পরিচালক বিবেক অগ্নিহোত্রী এই ছবিটি বানিয়েছিলেন ৯০ এর দশকে কাশ্মীরে কাশ্মীরি পণ্ডিতদের উপর ঘটে যাওয়া অত্যাচারের উপর ভিত্তি করে। এই ছবিটি আসলে সরকারি সংগ্রহশালায় ‘কাশ্মীর ফাইলস’ নামে বন্দি এক বিস্ফোরক নথির উপর ভিত্তি করে বানানো। ছবিটি মুক্তি পাওয়ার পর গোটা বিশ্ব থেকে ৩৪০ কোটি টাকা উপার্জন করে। আইএমডিবিতে ১০ এর মধ্যে ৮.৩ নম্বর পেয়েছে এই ছবিটি।

বিক্রম : গত বছর মুক্তিপ্রাপ্ত দক্ষিণের আরও একটি জনপ্রিয় ছবি ছিল বিক্রম। এই ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। কমল হাসান, ফাহাদ ফাসিল, গায়ত্রী শংকরদের মত অভিনেতারা অভিনয় করেছেন এই ছবিতে। ছবিটি তামিল সিনেমার সব থেকে বেশি আয় করা ছবিতে পরিণত হয়েছে। আইএমডিবিতে ৮.৪ নম্বর পেয়েছে এই ছবিটি।

KGF2

কেজিএফ চ্যাপটার ২ : কেজিএফের প্রথম পার্ট বেরোনোর পর থেকেই দর্শকরা উন্মুখ হয়ে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করছিলেন। ছবিটি কন্নড় ভাষা ছাড়াও চারটি আলাদা আলাদা ভাষায় মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য অভিনেতা যশ ছাড়াও সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন, প্রকাশ রাজ, শ্রীনিধি শেট্টিরা অভিনয় করেছেন। ছবিটি ৮.৪ রেটিং পেয়েছে।

KANTARA

কানতারা : ২০২২ সালের আরেকটি উল্লেখযোগ্য ছবি ছিল কান্তারা। এই সিনেমার পরিচালনা করেছেন অভিনেতা ঋষভ শেট্টি। সেই সঙ্গে ছবিতে অভিনয় করেছেন তিনি। অ্যাকশন-থ্রিলার ধর্মী ছবিটিকে দেখে মুগ্ধ হয়ে পড়েন মানুষেরা। এই সিনেমাতে জঙ্গল দৃশ্যই বেশি ছিল। আইএমডিবি এই সিনেমাটিকে ১০ এর মধ্যে ৮.৬ নম্বর দিয়েছে।

রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট : প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণের জীবনের উপর ভিত্তি করে কন্নড়, তামিল, মালায়ালাম ভাষায় মুক্তি পায় এই ছবিটি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আর মাধবন। এই ছবিতে ক্যামিও হিসেবে শাহরুখ খান এবং দক্ষিণী অভিনেতা সুরিয়াকেও দেখা গিয়েছে। ১০ এর মধ্যে ৮.৮ পেয়েছে ছবিটি।

aishwarya-rai-PS1-photos

পোন্নিয়িন সেলভান : গত বছর দক্ষিণের আরও একটি ধামাকাদার ছবি ছিল পোন্নিয়িন সেলভান। বিক্রম, জয়ম রবি, কার্তি, তৃষা, প্রকাশ রাজ অভিনীত এই ছবিতে নজর কেড়েছেন ঐশ্বর্য রাই বচ্চনও। ছবিটি ৫০০ কোটি টাকার বেশি উপার্জন করেছিল। আইএমডিবিতে ৭.৯৮ নম্বর পেয়েছে এই ছবি।

মেজর : মেজার ছবিটিতে অভিনয় করেন মহেশ বাবু, নম্রতা শিরোদকর, অনুরাগ রেড্ডি, শরৎচন্দ্র সহ আরও অনেকে। ছবিটি মেজর সন্দীপ উন্নীকৃষ্ণানের জীবনের উপর ভিত্তি করে বানানো হয়েছে। বক্স অফিসে সিনেমাটি বেশ হিট হয়েছে। সেই সঙ্গে নেটফ্লিক্স থেকেও দারুণ সাফল্য পেয়েছে মেজর। ছবিটি আইএমডিবিতে ৮.২ রেটিং পেয়েছে।

সীতা রামম : দুলকার সালমান এবং মৃণাল ঠাকুর অভিনীত এই ছবিটিও ২০২২ এর সেরা ছবিগুলির মধ্যে অন্যতম। রশ্মিকা মান্দানাও অভিনয় করেছিলেন এই ছবিতে। আইএমডিবিতে ৮.৬ নম্বর পেয়েছে সীতা রামম।