মুক্তির পর থেকেই কার্যত একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘পাঠান’ (Pathaan)। চার বছর পর যে বলিউডের ‘বস’ ফিরেছেন তা বোঝাই যাচ্ছে বক্স অফিস কালেকশন থেকে। আসলে শাহরুখ খানই যে একটা সাধারণ বুধবারকে উৎসবের বুধবার বানাতে পারেন তা তিনি আরও একবার প্রমাণ করে দেখিয়ে দিলেন। সেই সঙ্গে প্রমাণ হল শাহরুখ থাকতে বলিউড ফুরিয়ে যাবে না।
করোনার পর দক্ষিণী ছবির কাছে কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। বিশেষ করে দর্শকরা এখন আর হলে গিয়ে যেন বলিউড ছবি দেখতে চাইছিলেন না। তার উপর আবার সক্রিয় হয়েছিল বয়কট গ্যাং। তবে ফের একবার ভালবাসা দিয়ে ঘৃণা জয় করে নিলেন বলিউডের বাদশা। ‘পাঠান’ একের পর এক রেকর্ড ভাঙছে। তালিকা দেখে চমকে যাচ্ছেন সকলেই।
শুধু দুদিনেই ১২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। অনুমান করা হচ্ছে এই সপ্তাহের শেষে ‘পাঠান’ ২৬০ কোটি টাকার আশেপাশে ব্যবসা করে ফেলতে পারবে। প্রথম দিনের ব্যবসাকেও ছাপিয়ে গিয়েছে ছবির দ্বিতীয় দিনের আয়। প্রথম দিন ৫০ কোটি টাকা এবং দ্বিতীয় দিন ৭০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবিটি। শাহরুখের ‘পাঠান’ ছাড়া এরকম নজিরের ধারে কাছে পৌঁছাতে পারেনি কেউ। জেনে নিন বলিউড এবং দক্ষিণী ছবিগুলোর প্রথম দুদিনের কালেকশন কত ছিল।
এতদিন অল্লু অর্জুনের পুষ্পা, আর আর আর, কেজিএফের কাছে বলিউড পাত্তা পাচ্ছিল না। তবে পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে ভারতে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবিগুলোর মধ্যে পাঠানের দুদিনের রোজগার সব থেকে বেশি। ‘কেজিএফ ২’ ভারতীয় ছবির ব্যবসার নিরিখে এতদিন শীর্ষে ছিল। তবে দুদিনের ব্যবসার হিসেবে টাকার অংকে ‘পাঠান’ সেই ‘কেজিএফ ২’কে ছাপিয়ে গিয়েছে।
শুধু কেজিএফ নয়, এই তালিকায় বাহুবলী, পুষ্পা, ওয়ারের মত ছবিও রয়েছে। মুক্তির দুদিনে হিন্দি ছবির নিরিখের শীর্ষ আয় ছিল হৃত্বিক-টাইগারের ‘ওয়ারে’র। দু’দিনে ৭৫ কোটি টাকা উপার্জন করতে পেরেছিল ছবিটি। আমির খানের ‘থাগস অফ হিন্দুস্তান’ ৮১ কোটি ৫০ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছিল। শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ ৭৬ কোটি টাকার কিছু বেশি আয় করে দুদিনে।
এছাড়া সালমান খানের ‘ভারত’ দুদিনে ৭৩ কোটি টাকার কিছু বেশি উপার্জন করেছিল। ‘বাহুবলী ২’ দুদিনে মোট ৮৭ কোটি টাকার ব্যবসা করে। অর্থাৎ মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে ‘পাঠান’। প্রথম দুদিনের রোজগার দেখেই আন্দাজ করা যায় ব্লকবাস্টার হিট হবে এই ছবিটি। শাহরুখের হাত ধরেই নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস পেল বলিউড।