একসময় বলিউডের (Bollywood) দারুণ জনপ্রিয় জুটি ছিলেন শত্রুঘ্ন সিনহা (Shatrughn Sinha) এবং রিনা রায় (Reena Roy)। এই জুটি পর্দাতে একের পর এক বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছিলেন। তাদের অনস্ক্রিন রোমান্স ঝড় তুলত সিনেমার পর্দায়। ক্যামেরার সামনে অভিনয় করতে করতে একসময় বাস্তব জীবনেও তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে সেই সম্পর্ক পূর্ণতা পায়নি।
রিনার সঙ্গে সম্পর্কে জড়ালেও শত্রুঘ্ন ছিলেন বিবাহিত। রিনা ভেবেছিলেন শত্রুঘ্ন তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেবেন। কিন্তু তেমনটা হয়নি। তাই বিচ্ছেদ ছিল এই সম্পর্কের অবশ্যম্ভাবী ফলাফল। শত্রুঘ্ন সঙ্গে বিচ্ছেদের পর রিনা বলিউড ছেড়ে অনেক দূরে চলে যান। সেই সঙ্গে পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করে তিনি ভারত থেকে দূরে চলে যান।
রিনা ১৯৮৩ সালে মহসিনকে বিয়ে করেছিলেন। এরপর তিনি স্বামীর সঙ্গে পাকিস্তানেই চলে যান। সেখানে তাদের কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু ১৯৯২ মহসিনের সঙ্গে রিনার বিচ্ছেদ হয়ে যায়। এরপর শুরু হয় তার এক কঠিন লড়াই, নিজের মেয়েকে ফিরে পাওয়ার লড়াই। রিনা তাদের একমাত্র মেয়েকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন। মহসিন এত সহজে মেয়েকে হাতছাড়া করতে রাজি ছিলেন না।
মেয়েকে ফিরে পেতে আদালতের স্বামীর বিরুদ্ধে লড়তে হয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে। সে ছিল এক কঠিন লড়াই। এই লড়াইয়ে জেতার জন্য মানসিক শক্তি পেতে অনেক সাধু-সন্ন্যাসীর দ্বারস্থ হতে হয়েছিল তাকে। অবশেষে তিনি এই লড়াইয়ে জিতে গিয়েছিলেন। অনেক সংগ্রামের পর একমাত্র মেয়ে জন্নাতকে নিজের কাছে ফিরে পেয়েছিলেন তিনি।
রিনা এরপর মেয়েকে নিয়ে নতুনভাবে জীবন শুরু করেন। তিনি মেয়ের নাম বদলে রাখেন সনম। একবার একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার স্বামী মহসিন লন্ডনে গিয়ে ব্রিটিশ নাগরিকত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তাতে রাজি ছিলেন না। বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেলেও সালামের সঙ্গে তার বাবা মহসিনের কিন্তু বেশ ভাল সম্পর্ক রয়েছে।
উল্লেখ্য, শত্রুঘ্নের প্রাক্তন প্রেমিকার সঙ্গে তার কন্যা সোনাক্ষী সিনহার মুখের অবিকল মিল থাকার কারণে অনেকেই মনে করেন সোনাক্ষী রিনার মেয়ে। কিন্তু সোনাক্ষী বাস্তবে রিনার মেয়ে নন। বাস্তবে এটা প্রকৃতির অদ্ভুত খেয়াল ছাড়া কিছুই নয় বলে জানিয়েছেন রিনা। এতদিনে জানা গেল তার মেয়ের আসল পরিচয়। সোনাক্ষী নন, সনম হলেন রিনার একমাত্র সন্তান।