স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) সিরিয়াল এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জগতের সেরা সিরিয়াল। টিআরপি তালিকার নিরিখে দর্শকদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। সপ্তাহে পাঁচ দিন সম্প্রচারিত হলেও টিআরপির বিচারে অন্যান্য সমস্ত সিরিয়ালকে পেছনে ফেলে দিয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। এমনকি ‘জগদ্ধাত্রী’কেও পেছনে ফেলে দিয়েছে সিরিয়ালটি।
বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’কে এখনই টপারের আসন থেকে নামানো যাবে না। কারণ খুব শীঘ্রই ধারাবাহিকে আসছে মোড় ঘোরানো এপিসোড। একের পর এক টুইস্ট আসছে সিরিয়ালটিতে। বর্তমানে কবীর তার বিবাহিত স্ত্রীকে নিয়ে ফিরে এসেছেন। তবে সূর্যের মনের দীপাকে নিয়ে সন্দেহ এখনও দূর হয়নি। সোনা-রুপা তাদের বাবা-মায়ের খুব কাছাকাছি চলে এসেছে। এবার তাদের পরিচয় ফাঁস হবে।
ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখানো হয় সূর্যর মা দীপার জন্য লাবণ্য সেনগুপ্ত ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের আয়োজন করেছিলেন। সেখানে দীপা জেতে। এরপর দেখানো হয় বহুদিন পর কবীর ফিরে এসেছে তার স্ত্রীকে নিয়ে। ফিরে আসার পর টেলিভিশনে নিজের স্ত্রীর পরিচয় দেয় কবীর। কিন্তু কবীরের স্ত্রীকে দীপা বলে মনে করে কিছু না দেখেই রাগের মাথায় সূর্য টিভি ভেঙে ফেলে।
তবে সিরিয়ালে এখনও আসল টুইস্ট আসা বাকি। এবার একে একে সূর্যের সামনে সমস্ত সত্যিগুলো ধরা পড়বে। সবার আগে সূর্য রূপার পরিচয় জানতে পারবে। রূপার সঙ্গে সূর্যের অনেক দিন আগেই পরিচয় হয়ে গিয়েছে। বাবা-মেয়ের মধ্যে অজান্তেই একটা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু এই প্রথমবার রূপাকে দীপার মেয়ে বলে চিনবে সূর্য।
সম্প্রতি চ্যানেলে তরফ থেকে ধারাবাহিকের নতুন একটি প্রোমো শেয়ার করা হয়। এখানে দেখানো হয় সোনার স্কুলের নাচের প্রতিযোগিতাতে রূপা রাধা সেজে হাজির হয়। অন্যদিকে সোনা কৃষ্ণ সাজে। দুই বোন স্কুলে পারফর্ম করতে এসেছে। তবে সোনা রুপাকে দেখে বলে, “তুমি তো এখানে পড়ো না, তাহলে নাচবে কী করে?” এটা শুনে সূর্য বলে সে এবার থেকে রূপার পড়াশোনা দায়িত্ব নেবে, যাতে সে এই স্কুলেই পড়াশোনা করতে পারে।
এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় দীপা। সব কথা শুনে সে বলে যে বাবা নিজের সন্তানের দায়িত্ব নিতে চায় না সে কেন অন্যের সন্তানের দায়িত্ব নেয়? দীপার মুখে এইকথা শুনে রূপার দিকে তাকিয়েই চমকে ওঠে সূর্য। এদিকে লাবণ্য দীপার কথা শুনে মনে মনে ভাবে রূপাই কি তবে সূর্য-দীপার দ্বিতীয় সন্তান? খুব খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে এই পর্ব। তার জন্য অপেক্ষা করতে পারছেন না দর্শকরা।