মাত্র তিন মাসের মাথায় শেষ হয়ে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল মাধবীলতা (Madhabilata)। বৌমা একঘর, মাধবীলতার এমন পরিণতি সত্যিই যেন বাংলা সিরিয়ালের ইতিহাসে বড় বিপর্যয়। টিআরপির অভাবেই কার্যত মাঝপথে গল্প অসমাপ্ত রেখে শেষ হয়ে যায় মাধবীলতা। এই সিরিয়ালে ‘বিজয়িনী’ চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রাক্ষী দে (Indrakshi Dey)। নতুন বছরের শুরুতেই নতুনভাবে পর্দায় ফিরলেন তিনি।
‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে অসাধারণ অভিনয়ের পর স্টার জলসাতে ব্লুজ প্রোডাকশনের পরবর্তী সিরিয়াল মাধবীলতাতে সরাসরি খলনায়িকা হিসেবে অভিনয়ের সুযোগ পেয়ে যান ইন্দ্রাক্ষী। তবে এবার আর কুচুটে খলনায়িকা হয়ে নয়, ইন্দ্রাক্ষীকে থেকে নতুন রূপে দেখে চমকে যাচ্ছেন দর্শকরা। তবে এবারে আর সিরিয়াল নয় বরং ব্লুস প্রোডাকশনের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তীর নতুন একটি ভিডিও অ্যালবামের মাধ্যমে তিনি পর্দায় ফিরলেন।
সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে স্নেহাশীষ চক্রবর্তীর নতুন মিউজিক ভিডিও ‘হাজার আলোকবর্ষ দূরে’। গানটি ব্লুজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এটি প্রধানত একটি স্যাড সং। এই ইউটিউব চ্যানেলে মাঝেমধ্যেই এমন মিউজিক ভিডিও প্রকাশ পায়। গানটির কথা এবং সুর দিয়েছেন স্নেহাশীষ চক্রবর্তী নিজেই। গানটি গেয়েছেন তৃষা। বাংলার স্যাড রোমান্টিক গান বিভাগে মুক্তি পেয়েছে গানের এই ভিডিওটি।
এই ভিডিওটিতে পর্দার কুচুটে খল নায়িকা ইন্দ্রাক্ষীকে একেবারেই আলাদা রূপে দেখা গিয়েছে। গানটি মুক্তির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার দর্শক দেখেছেন। পর্দাতে সবসময় নায়ক-নায়িকার বিরুদ্ধে ইন্দ্রাক্ষীকে ষড়যন্ত্র করতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন দর্শকরা। তবে অভিনেত্রীর এই নতুন রূপ সত্যিই চমকে দিয়েছে দর্শকদের।
আসলে পর্দাতে যতই খল চরিত্রে অভিনয় করুন না কেন, বাস্তবে কিন্তু মোটেও তেমন মানুষই নন ইন্দ্রাক্ষী। পর্দায় তাকে বারবার খল চরিত্র দেখতে দেখতে প্যাঁচালো স্বভাবের বলে মনে হলেও বাস্তবে তিনি খুবই খোলামেলা, হাসিখুশি স্বভাবের মানুষ। কিন্তু তিনি খল চরিত্রে এতটাই সাবলীল অভিনয় করেন যে বাস্তবে তাকে তেমনটাই মনে করেন বহু মানুষ। এই নিয়ে তার অনেক খারাপ অভিজ্ঞতাও রয়েছে।
মাধবীলতা বন্ধের পর শোনা যাচ্ছে এই সিরিয়ালের নায়ক-নায়িকারা আবার নতুন সিরিয়ালে ফিরতে চলেছেন। মাধবীলতা ওরফে শ্রাবণী ভূঁইয়াকে নিয়ে নাকি শীঘ্রই একটা নতুন সিরিয়াল আসছে। আবার নায়ক সুস্মিত মুখার্জীকে আসন্ন সিরিয়াল রামপ্রসাদ চরিত্রের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।