টুইটারে আলটপকা পোস্ট করতেই বিপত্তি! নেটিজেনরা ছিঃ ছিঃ করতেই ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

ইদানিং তারকাদের মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের আলাদাই এক গুরুত্ব তৈরি হয়েছে। আর হবে নাই বা কেন? ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মত প্ল্যাটফর্মগুলো সরাসরি তারকাদের তাদের ভক্তদের কাছে পৌঁছে দেয়। এই প্রজন্মের তারকাদের পাশাপাশি বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী। বিশেষত সোশ্যাল মিডিয়া নিয়ে তিনি ভীষণ সিরিয়াস থাকেন। অথচ তার টুইটার পোস্টে সম্প্রতি ধরা পড়ল ‘ভয়ানক ত্রুটি’।

সোশ্যাল মিডিয়ার ব্যবহারে অমিতাভ বচ্চন ভীষণ সিরিয়াস। এই বিষয়টিকে নিয়ে তার মেয়ে শ্বেতা নন্দা এবং নাতনি নব্যা নভেলি নন্দাও মাঝে মাঝে তাকে নিয়ে মশকরা করেন। তবে এবার অমিতাভ বচ্চনকে নিয়ে হাসাহাসি শুরু হয়ে গেল নেটপাড়াতেও। বিগ বি নিজেই তার দোষ প্রকাশ্যে এনেছেন। এবং তার জন্য অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন। কী এমন পোস্ট করেছিলেন তিনি?

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা সম্প্রতি টুইটারে একটি পোস্টে লিখেছিলেন, ‘টি 4515 – একটি ভয়ঙ্কর ত্রুটি! আমার সমস্ত টি নম্বর ভুল হয়েছে শেষের সঠিক টি-৪৫১৫-কে ছাড়া (এটি সঠিক)। তারপরের সবগুলো ভুল। টি ৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬, ৫৪২৭, ৫৪২৮, ৫৪২৯. ৫৪৩০-র হওয়া উচিত ছিল টি ৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭, ৪৫১৮, ৪৫১৯, ৪৫২০, ৪৫২১। ক্ষমা চাইছি!!’

আসলে অমিতাভ বচ্চন যেদিন থেকে টুইটার ব্যবহার করতে শুরু করেছেন সেদিন থেকেই তার প্রতিটি পোস্টের আগে ক্রমিক সংখ্যা ব্যবহার করে আসছেন। তবে তার সাম্প্রতিক কিছু টুইটে ক্রমিক সংখ্যার মধ্যে গন্ডগোল দেখা দিয়েছে। সেই ভুলটাই শুধরে নিলেন তিনি। সেই সঙ্গে এটাকে ‘ভয়ংকর ত্রুটি’ বলেও উল্লেখ করেছেন অভিনেতা।

এদিকে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই অমিতাভ বচ্চনকে নিয়ে হাসাহাসি শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। একজন লিখলেন, “ধন্যবাদ স্যার সবটা ঠিক করে দেওয়ার জন্য। আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম কারণ ব্যালেন্স শিট মিলছিল না।” কেউ লিখছেন, “ভাগ্যিস স্যার আপনি ঠিক করে দিলেন না হলে আমার রাতে ঘুম হত না।” কেউ আবার লিখলেন, “এই ভুলের জন্য কাল বাজারে ধস নামবে।”

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অমিতাভ বচ্চনের ‘Apolgies’ বানান শুধরে দিয়ে পরবর্তী ‘T 4516’-এ ‘Apologies’ লেখার পরামর্শ দেন। কেউ কেউ আবার লিখছেন বয়সজনিত কারণেই এরকম ভুল হচ্ছে অমিতাভের। মোটকথা সিনিয়র বচ্চনের ‘ভয়ানক ত্রুটি’ নেট দুনিয়ার কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে।