জি বাংলার (Zee Bangla) অন্যতম সেরা ধারাবাহিক মিঠাই (Mithai) সম্প্রতি দু’বছর পার করে ফেলল। গত দুই বছর ধরে এই সিরিয়ালের প্রত্যেকটি কলাকুশলীকে আপন করে নিয়েছেন দর্শকরা। তাই মিঠাইয়ের সদস্যদের মধ্যে থেকে যদি মনোহরা থেকে একজনও বাদ পড়েন তাহলে মন খারাপ হয়ে যায় তাদের। সম্প্রতি ‘মিঠাই’ ছেড়ে গিয়েছেন বাড়ির সব থেকে ছোট জামাই রুদ্র ওরফে ফাহিম মির্জা (Fahim Mirza)। অবশেষে প্রকাশ্যে এল তার আসল কারণটা।
সম্প্রতি বিয়ে সেরেছেন ফাহিম। পাত্রীও বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা দাসের (Sweta Das) সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন ফাহিম। একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকে শ্বেতা এবং ফাহিমের বিয়ের এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে। সেই সঙ্গে নবদম্পতির সঙ্গে আলাপচারিতাও হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাবছেন মিঠাইয়ের রুদ্র সত্যিই বুঝি সাত পাকে বাঁধা পড়লেন? এটা ঠিক যে নিপাকে ছেড়ে রুদ্র সত্যি সত্যিই অন্য নায়িকার সঙ্গে মালাবদল থেকে সিঁদুরদান সেরে সাত পাকে বাঁধা পড়েছেন। তবে এই ঘটনা বাস্তবে ঘটেনি। অর্থাৎ এবারেও শুটিং সেটে বিয়েটা সারলেন ফাহিম মির্জা। সম্প্রতি আকাশ আটে শুরু হয়েছে সাহিত্যের সেরা সময়ে। এখানে প্রথম মাসের গল্প হিসেবে দেখানো হচ্ছে শ্বেত পাথরের থালা।
বাণী বসুর লেখা শ্বেত পাথরের থালায় নায়ক এবং নায়িকার ভূমিকায় অভিনয় করছেন ফাহিম এবং শ্বেতা। দুদিন আগেই তাদের বিয়ের শুটিং হয়েছে। শ্বেতা বাস্তবে বিবাহিতা। এক বছর আগেই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের শুটিং সম্পন্ন হলে তারা সাংবাদিকের সঙ্গে মজার আড্ডায় ধরা দেন সিরিয়ালের নবদম্পতি। সেখানে রুদ্র ওরফে ফাহিমকে ‘মিঠাই’তে নিপার সঙ্গে তার বিয়ে নিয়ে স্মৃতিচারণা করতে শোনা যায়।
আসলে ‘মিঠাই’তে নিপা এবং ফাহিমের বিয়ে দেওয়াতে হল্লা পার্টিকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। নিপা এবং রুদ্রের মধ্যে বয়সের পার্থক্য থাকার কারণে নিপার মা কিছুতেই এই বিয়েটা মানতে রাজি ছিলেন না। যদিও হল্লা পার্টি শেষমেষ সকলকে রাজি করিয়ে বিয়েটা করিয়ে ছেড়েছিল। রুদ্র এবং নিপার সুখের সংসার দেখে দর্শকদেরও চোখ জুড়িয়ে যায়। কিন্তু দর্শকরা আপাতত এই জুটিকে আর পর্দায় দেখতে পাবেন না।
‘শ্বেত পাথরের থালা’র শুটিংয়ের জন্য ‘মিঠাই’ থেকে সাময়িক বিরতি নিয়েছেন ফাহিম মির্জা। একমাস আপাতত তাকে সিরিয়ালে দেখা যাবে না। এমনিতেও এসিপি রুদ্রকে এখন খুব কমই দেখা যায়। তবে শ্বেত পাথরের থালার শুটিং শেষ হয়ে গেলে আবার নিপার কাছে ফিরে আসবে রুদ্র। এর আগে একটি সাক্ষাৎকারে সেই আশ্বাস দিয়েছিলেন তিনি।