এক সপ্তাহের অপেক্ষার অবসান, বলতে গেলে পুরো এক বছরের টিআরপি (TRP) তালিকা নিয়ে অপেক্ষার হল অবসান। এরই মধ্যে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির হাতে এসে পৌঁছেছে ২০২৩ সালের প্রথম সপ্তাহের টিআরপি তালিকা। গত বছরজুড়ে কখনও মিঠাই, কখনও ধূলোকণা, কখনও জগদ্ধাত্রী হয়েছে বেঙ্গল টপার। তবে নতুন বছরের শুরুতেই কার্যত ছক্কা হাঁকিয়ে দিয়েছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)।
নতুন বছরের প্রথম সপ্তাহে ৮.৯ নম্বর নিয়ে অনুরাগের ছোঁয়া প্রথম স্থান দখল করেছে। জগদ্ধাত্রীকে কার্যত টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছে এই সিরিয়ালটি। জগদ্ধাত্রীর বেঙ্গল টপার হওয়া হল না। তবে জি বাংলার এই সিরিয়াল ৮.৫ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থান দখল করেছে জি বাংলার গৌরী এলো। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৮.১।
এরপর চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার আরও একটি ধারাবাহিক, যার নাম খেলনা বাড়ি। এই সিরিয়ালটি ৭.৯ নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে। পঞ্চম স্থান যৌথভাবে দখল করেছে পঞ্চমী এবং বাংলা মিডিয়াম। এই দুটি সিরিয়াল ৭.৭ নম্বর পেয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে নিম ফুলের মধু। জি বাংলার এই নতুন সিরিয়ালটি প্রথম সপ্তাহ থেকেই সেরা দশের তালিকাতে ঢুকে পড়েছে। এই সপ্তাহে ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।
সপ্তম স্থানে রয়েছে গাঁটছড়া এবং আলতা ফড়িং। এই দুটি সিরিয়াল ৭.১ নম্বর পেয়েছে। অষ্টম স্থানে রয়েছে মিঠাই রানী। ধারাবাহিকটি ৭.০ নম্বর পেয়েছে। স্লট বদল হলেও মিঠাই কিন্তু ক্রমেই তার টিআরপির নম্বর বাড়িয়ে চলেছে। একসময়ের বেঙ্গল টপার এই ধারাবাহিকটি বর্তমানে সন্ধে ৬.০০টার স্লটে বিপরীতে স্টার জলসার নবাব নন্দিনীর প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।
জি বাংলার আরেকটি সিরিয়াল রাঙা বউ ৬.১ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। সাহেবের চিঠি, এক্কাদোক্কা এবং হরগৌরী পাইস হোটেল একসঙ্গে দশম স্থান দখল করেছে। এই তিন ধারাবাহিক পেয়েছে ৫.৯ নম্বর। অন্যদিকে জি বাংলার নতুন দুই ধারাবাহিক তোমার খোলা হাওয়া এবং সোহাগ জল এই সপ্তাহেও টিআরপির সেরা ১০ এর মধ্যে নাম লেখাতে পারল না।
জি বাংলাতে এই সপ্তাহে শুরু হয়েছে ঋত্বিক এবং অরুণিমার আরও একটি নতুন সিরিয়াল মন দিতে চাই। এই সিরিয়ালটি প্রাইম টাইম পায়নি। রাত সাড়ে দশটার সময় জায়গা পেয়েছে মন দিতে চাই। যদিও আশা করা হচ্ছে এই সিরিয়ালটিও খুব শীঘ্রই দারুণ টিআরপি পাবে। এছাড়াও খুব শীঘ্রই স্টার জলসায় আসছে বালিঝড়, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ, মেয়ে বেলা এবং সাধক রামপ্রসাদ।