স্টার জলসার (Star Jalsha) এক্কাদোক্কা (Ekka Dokka) সিরিয়ালটি টিআরপি তালিকাতে সেরা ১০ এর তালিকাতে জায়গা করে নিতে না পারলেও সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় থাকে। নিজের সিরিয়াল নিয়ে তাই বেশ গর্বিত ছিলেন এই সিরিয়ালের নায়িকা রাধিকা ওরফে অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)। লীনা গাঙ্গুলীর এই সিরিয়ালটিতে সপ্তর্ষি মৌলিকের বিপরীতে অভিনয় করছেন তিনি। তবে শোনা যাচ্ছে হঠাৎ নাকি সিরিয়ালের শুটিং বন্ধ করে দিয়েছেন তিনি।
‘কপালকুণ্ডলা’ সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পর দেবী চৌধুরানী, মোহর ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন সোনামণি সাহা। বিশেষত মোহর সিরিয়ালে প্রতীক সেনের সঙ্গে তার জুটিটা আমৃত্যু দর্শকদের মনের মধ্যে গেঁথে থেকে যাবে। বাংলা সিরিয়ালে দুর্দান্ত অভিনয় করার সুবাদে সোনামণি এরই মধ্যে সিনেমা এবং ওয়েব সিরিজ থেকেও কাজের সুযোগ পেয়েছেন।
এক্কাদোক্কা ধারাবাহিকের গল্পটা আর পাঁচটা সাধারণ বাংলা সিরিয়ালের তুলনায় আলাদা কিছু নয়। শাশুড়ি-বৌমার নিত্য কলহ, ননদদের কুটকাচালি এসব দেখে সোশ্যাল মিডিয়াতে এই সিরিয়ালের ব্যাপক সমালোচনা হয়। বিশেষত ডাক্তারি পড়ুয়া রাধিকা শ্বশুর বাড়িতে প্রতিনিয়ত যেভাবে অপমানিত হচ্ছে, মার খেয়ে মার হজম করছে, চোর অপবাদ নিয়েও চুপ করে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করছে, সেসব দেখে রাধিকার চরিত্রটির উপর বেশ বিরক্ত দর্শকরা।
বর্তমানে সিরিয়ালে দেখানো হচ্ছে রাধিকা শ্বশুরবাড়ি থেকে চোর অপবাদ পেয়েছে। কিন্তু নিজেকে সে নির্দোষ প্রমাণ করতে চাইছে না। পোখরাজ যে এতদিন রাধিকাকে প্রতিনিয়ত সমর্থন করে এসেছে সেও তাকে ভুল বুঝে বাপের বাড়িতে রেখে গেল। গল্পে যখন এমন দৃশ্য দেখানো হচ্ছে তখন আচমকাই শুটিং ছাড়লেন নায়িকা সোনামণি।
সোনামণি শুটিং ছেড়েছেন তার মানসিক এবং শারীরিক সমস্যার কারণে। অনবরত কাজ করতে করতে তার মনের মধ্যে প্রচুর চাপ সৃষ্টি হয়েছে। যে কারণে শারীরিকভাবেও বেশ ভেঙ্গে পড়েছেন তিনি। তাই ডাক্তাররা তাকে পুরো ৭ দিনের বিশ্রাম নেওয়ার নির্দেশ দিয়েছেন। সাত দিন বিশ্রাম নিয়ে তবেই আবার শুটিং সেটে ফিরতে পারবে রাধিকা। তাই আপাতত রাধিকাকে ছাড়াই শুটিং চলবে।
যতদূর জানা যাচ্ছে এরই মধ্যে নাকি তিনদিনের ছুটি কাটিয়েও ফেলেছেন রাধিকা। তবে সুস্থ হওয়ার পর তিনি নিঃসন্দেহে আবার ফিরে আসবেন শুটিং সেটে। সোনামণি এই সিরিয়ালের নায়িকা। তাই তাকে ছাড়া শুটিং এগোনো খুব বেশিদিন সম্ভব নয়। কিন্তু শুটিংয়ের চাপে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় একপ্রকার বাধ্য হয়েই সাময়িক বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে।