বাংলা টেলিভিশনের নিয়মিত দর্শক যারা তারা নিশ্চয়ই এতদিনে ইচ্ছেনদী (Ichhe Nodi) সিরিয়ালটিকে ভুলে যাননি? স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়ালের হাত ধরে অনুরাগ-মেঘলার জুটিটা দারুণ জনপ্রিয়তা পেয়েছিল এক সময়। বেশ কয়েক বছর আগেই ইচ্ছে নদীর যাত্রা শেষ হলেও এখনও বিক্রম চ্যাটার্জী (Vikram Chatterjee) এবং শোলাঙ্কি রায়ের (Solanki Roy) জুটিটাকে দারুণ মিস করেন ভক্তরা।
ইচ্ছেনদী সিরিয়ালের পর বিক্রম এবং শোলাঙ্কি আলাদা আলাদাভাবে নিজেদের কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন। বিক্রম এখন টলিউডের বেশ বড় নায়ক হয়ে উঠেছেন। অন্যদিকে শোলাঙ্কি বাংলা সিরিয়াল, ওয়েব সিরিজের পাশাপাশি সিনেমাতেও সুনাম পাচ্ছেন। তবে ভক্তদের ইচ্ছা বিক্রম এবং শোলাঙ্কিকে নিয়ে আবার পর্দায় ফিরে আসুক ‘ইচ্ছে নদী ২.০’। তাদের সেই আশা এবার সত্যিই পূরণ হতে চলেছে।
বিক্রম-শোলাঙ্কি সম্প্রতি সমাজমাধ্যমে তাদের ভক্তদের জন্য একটা বড় ঘোষণা করলেন। বছরের একেবারে শেষ ভাগে এসে সোশ্যাল মিডিয়াতে বিক্রম অনুরাগীদের সঙ্গে আড্ডা দিতে বসেছিলেন। তিনি বলেছিলেন যে কোনও প্রশ্ন তাকে করা যেতে পারে। তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। এই আড্ডার ফাঁকে বিক্রমের কাছে একের পর এক প্রশ্ন আসতে থাকে। তার মধ্যে একটি প্রশ্নের উত্তরে বিক্রম দিয়েছেন ‘ইচ্ছেনদী ২.০’ আসার খবর।
অনুরাগ-মেঘলার ভক্তরা বিক্রম কে প্রশ্ন করেছিলেন ইচ্ছেনদী ২.০ কি কোনদিনও আসবে? তার জবাবে অভিনেতা লিখেছেন, “নিশ্চয়ই শুধু নামটা হবে ‘শহরের উষ্ণতম দিনে’।” বিক্রমের থেকে এই উত্তর পেয়ে দারুণ খুশি ভক্তরা। বিক্রম তার এই পোস্টে শোলাঙ্কিকেও ট্যাগ করেন। সহ অভিনেতার সঙ্গে একমত হয়ে শোলাঙ্কি উত্তর দেন ‘অবশ্যই’।
তবে বিক্রম-শোলাঙ্কির আসন্ন এই প্রজেক্ট নতুন কোনও সিরিয়াল নয়। ছোট পর্দার এই জুটি এবার বড় পর্দায় নিজেদের ম্যাজিক দেখাতে আসছেন। খুব শিগগিরই আসছে তাদের অভিনীত প্রথম ছবি ‘শহরের উষ্ণতম দিনে’। যতদূর জানা যাচ্ছে এই ছবির শুটিং এরই মধ্যে সারা হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে ছবির শুটিং হয়েছে। এখন শুধু বিক্রম-শোলাঙ্কির প্রথম ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়।
বর্তমানে শোলাঙ্কি গাঁটছড়া সিরিয়ালে অভিনয় করছেন। এখানেও গৌরব চ্যাটার্জীর সঙ্গে তার জুটি দর্শকদের থেকে ভাল প্রশংসা পাচ্ছে। এখন অবশ্য সিরিয়ালের টিআরপি অনেকটাই নেমে গিয়েছে। যার ফলে মাঝেমধ্যেই সিরিয়াল বন্ধের গুজব শোনা যাচ্ছে। বিক্রম টলিউডের পাশাপাশি বলিউডেও ডেবিউ করে ফেলেছেন এরই মধ্যে।