বর্তমানে বিনোদনের অপেক্ষায় আর টিভির সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় না দর্শকদের। এখন ওটিটিতেই মিলছে সব ধরনের কনটেন্ট। সিরিয়াল হোক সিনেমা কিংবা ওয়েব সিরিজ, একই প্ল্যাটফর্মে সবকিছু পেতে অভ্যস্ত হয়ে পড়ছেন বাঙালিরাও। আজ এই প্রতিবেদনে রইল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলার সেরা ৫ টি ওয়েব সিরিজের (Best 5 Bengali Web Series) তালিকা। বর্ষ বিদায়ের আগে যেগুলো না দেখলে হবে চরম মিস।
কারাগার : সৈয়দ আহমেদ শাওকি পরিচালিত বাংলাদেশের এই ওয়েব সিরিজ দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলেছে। রহস্য, থ্রিলার, ঐতিহাসিক গল্প থেকে ড্রামা, কী নেই এতে? একটিও সংলাপ না বলে শুধু চোখের মাধ্যমে বাংলাদেশী অভিনেতা চঞ্চল চৌধুরী তার অভিনয় দিয়ে দুই বাংলার কাছে হয়ে উঠেছেন সুপারস্টার। ২০২২ সালের সেরা বাংলা ওয়েব সিরিজ হিসেবে মানুষের মুখে মুখে ফিরছে কারাগারের নাম।
গোরা : ঋত্বিক চক্রবর্তী অভিনীত গোয়েন্দা সিরিজের এই গল্পটাও ভাল লেগেছে দর্শকদের। এই সিরিজের গোয়েন্দা আবার আর পাঁচটা গল্পের গোয়েন্দার মত নয়। গোরা নিজের ভীষণ আত্মভোলা, বদমেজাজি এবং ভুলে মনের মানুষ। সে কথায় কথায় রেগে যায়, নাম ভুলে যায়, বেসুরো গলাতে গান করে। তার পাগলামি দেখে ভরপুর বিনোদন পেয়েছেন দর্শকরা। কমেডি নির্ভর এই গোয়েন্দা গল্প বেশ নজর কেড়েছে দর্শকদের।
ফেলুদার গোয়েন্দাগিরি : ২০২২ সালে ওটিটিতে সিরিজ হিসেবে মুক্তি পেয়েছিল ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদার ভূমিকায় টোটা রায় চৌধুরী এবং জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তীকে নিয়ে কিছু কম আলোচনা হয়নি। সেই সঙ্গে এই সিরিজের পরিচালনার জন্য আলোচনার শিরোনাম দখল করে নিয়েছিলেন সৃজিত মুখার্জীও।
একেনবাবু এবার কলকাতায় : ব্যোমকেশ, ফেলুদার পাশাপাশি বাঙালির মনে ক্রমশ জায়গা করে নিচ্ছে একেনবাবু। চারটি সিজনে দারুণ জনপ্রিয়তা পাওয়ার পর সরাসরি বড় পর্দায় চলে এসেছে একেন বাবুর কীর্তি কারবার। নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অনির্বাণ চক্রবর্তী। তাই বাংলার সেরা ৫ সিরিজের নাম বলতে হলে একেনবাবুর নাম নিতেই হয়।
খোলামকুচি : সৌরভ পালোধি পরিচালিত এই কমেডি সিরিজ মুক্তি পেয়েছিল ইউটিউবে। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত এবং শ্রেয়া ভট্টাচার্য। এছাড়া অন্যান্য চরিত্র ছিলেন অর্পিতা ঘোষ, সেঁজুতি রায় মুখোপাধ্যায়, সুচরিতা মান্না। অনেকটা ঠিক হিন্দির জনপ্রিয় জিতেন্দ্র কুমারের ‘পঞ্চায়েত’ সিরিজের মত গল্পের কারণে আলাদা করে নজর কেড়েছে এই বাংলা ওয়েব সিরিজটি।