প্রতিবছরই এক ঝাঁক নতুন মুখের আগমন হচ্ছে বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ইন্ডাস্ট্রিতে। অভিনয়ের দুনিয়াতে কেরিয়ার গঠন করার স্বপ্ন নিয়ে রোজ হাজার হাজার ছেলেমেয়ে আসছেন কলকাতায়। তাদের মধ্যে থেকে যোগ্যরা পাচ্ছেন বাংলা সিরিয়ালে মুখ দেখানোর সুযোগ। এই ২০২২ সালেও ৫ জন নবাগত অভিনেতা এবং অভিনেত্রীর (5 Best Newcomers In Bengali Mega Serial Industry 2022) আগমন ঘটেছে। এক নজরে দেখে নিন এদের মধ্যে সেরার সেরাদের তালিকা।
স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh) : এই তালিকায় সবার আগে যার নাম থাকবে তিনি হলেন স্বস্তিকা ঘোষ। সারা বাংলার মানুষ এখন তাকে দীপা নামে চেনেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিঘির মেয়ে স্বস্তিকা সরস্বতীর প্রেম ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেন। তবে অনুরাগের ছোঁয়াতে নায়িকা হিসেবে দীপা চরিত্রের জন্য তার জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া।
মেঘা দাঁ (Megha Dawn) : ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো এর মাধ্যমে প্রথমবার টেলিভিশনের পর্দায় তার দেখা মিলেছিল। উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের মেয়ে মেঘাকে প্রথমবার পিলু ধারাবাহিকে নায়িকার বেশে দেখেছেন দর্শকরা। নাচের পর অভিনয় দিয়েও নজর কেড়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি পড়াশোনাতে মন দিয়েছেন।
অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) : জগদ্ধাত্রী ধারাবাহিকের হাত ধরে প্রথমবার বাংলা টেলিভিশনের পর্দায় অভিষেক হয়েছে অঙ্কিতার। এই মুহূর্তে বেঙ্গল টপার হল জগদ্ধাত্রী। অঙ্কিতার বাড়ি কলকাতা শহরেই। তিনি একাধিক বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তবে জগদ্ধাত্রী সিরিয়ালটি তাকে প্রথমবার নায়িকা হয়ে ওঠার সুযোগ দেয়।
স্বস্তিক ঘোষ (Swastik Ghosh) : মডেল হিসেবেই ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন স্বস্তিক। বেশ কিছু মিউজিক ভিডিওতে তাকে দেখা গিয়েছিল। জি বাংলার উড়ন তুবড়ি ধারাবাহিকে অর্জুনের চরিত্রে অভিনয় করে প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি। সুঠাম চেহারার সুবাদে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যানবেস তৈরি হয়ে গিয়েছে স্বস্তিকের।
রাহুল গঙ্গোপাধ্যায় (Rahul Gangopadhyay) : ২০২২ সালেই বাংলা সিরিয়ালের পর্দায় পা রেখেছেন রাহুল গঙ্গোপাধ্যায়। নবাগত এই অভিনেতা ইন্দ্রানী সিরিয়াল দিয়ে শুরু করলেন তার কেরিয়ার। অঙ্কিতা চক্রবর্তীর বিপরীতে প্রথম থেকেই নজর কাড়ছেন তিনি। বাংলা সিরিয়ালের নবাগত এই সুদর্শন অভিনেতাকেও এই বছরের সেরা নবাগতদের তালিকায় রাখা হয়েছে।