বেশ কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) সিরিয়ালের গল্পে একটা বড়সড় পরিবর্তন এসেছে। গল্প লিপ নিয়ে এগিয়ে গিয়েছে বেশ কয়েকটা বছর। সেই সঙ্গে গল্পের প্রধান চরিত্র মিঠাইকেও দেখা যাচ্ছে না আর। সিরিয়ালের গল্প লিপ নিয়ে এগিয়ে যাওয়ার পাশাপাশি বদলে গিয়েছে টাইম স্লট। মিঠাইয়ের বদলে গল্পে পা রেখেছে মিঠি। তবে দর্শকরা আজও মিঠাইয়ের ফেরার অপেক্ষায় রয়েছেন।
বর্তমানে গল্পের ট্র্যাক যেভাবে এগোচ্ছে তাতে মিঠাই ভক্তরা কিন্তু দারুণ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। কারণ প্রথমে মনে করা হয়েছিল খুব তাড়াতাড়িই হয়ত মিঠাইকে ফিরিয়ে আনা হবে। কিন্তু মিঠি এসে যেভাবে মোদক পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে গিয়েছে তাতে তাকে সরিয়ে সেই জায়গায় মিঠাইকে আনা হবে এমন ভরসা পাচ্ছেন না দর্শকরা।
মিঠির চরিত্রটি আসার পর থেকেই মনোহরা আবার নতুন করে আনন্দের জোয়ারে ভেসেছে। শাক্যকে পুরো বদলেই দিয়েছে মিঠি। সে এখন আর দুষ্টু বাচ্চা নয়, মিঠির সব কথাই শোনে শাক্য। যে ছেলে একসময় পড়াশোনা করত না একটুও, স্কুলে খালি দুষ্টুমি করত, শাস্তি পেত শিক্ষিকাদের কাছে, সেই এখন নাচ-গান, কেক বানানোর কাজে প্রথম স্থান দখল করছে। সবটাই হচ্ছে মিঠির বুদ্ধির জোরে।
শাক্যর গৃহ শিক্ষক হয়ে এসে মিস টিউটর থেকে মিঠি এরই মধ্যে সিদ্ধার্থের বউ হয়ে উঠেছে। সিদ্ধার্থ এবং মিঠির বিয়ে হয়ে গিয়েছে। মিঠিকে নিয়ে গল্প বেশ ভালই এগোচ্ছে। দর্শকদের মধ্যেও মিঠির জনপ্রিয়তা বাড়ছে। মিঠিকে পেয়ে মোদক পরিবারের সকলে ধীরে ধীরে তারই মধ্যে নিজেদের হারানো মিঠাইকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এমনকি সিদ্ধার্থও মিঠির ছেলেমানুষির সঙ্গে মিঠাইয়ের তুলনা করে ফেলছে।
এরই মধ্যে আবার আনন্দবাজার অনলাইনের একটি প্রতিবেদন থেকে মিঠাইকে নিয়ে জল্পনা বেড়েছে। কারণ ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল মিঠাই নাকি খুব তাড়াতাড়ি বন্ধ হওয়ার মুখে। যদিও এমন খবর এর আগে বহুবার সোশ্যাল মিডিয়াতে রটেছে। তবে নিন্দুকদের মুখ বন্ধ করে মিঠাই আবার স্বমহিমাতে সগর্বে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত মিঠাইকে কেন ফেরানো হল না সেই প্রশ্ন উঠেছে দর্শকদের মনে।
মিঠাই ভক্তরা এদিকে অনুমান করতে শুরু করেছেন মিঠাই হয়ত সত্যিই আর ফিরবে না। যদিও গল্পের নতুন ট্র্যাক শুরু হওয়ার আগেই সৌমিতৃষা সাফ সাফ জানিয়ে দিয়েছিলেন মিঠাই মরবে না। কিছুদিন পর সে আবার ফিরে আসবে, সৌমিতৃষার মুখের কথায় ভরসা রেখে এমনই বিশ্বাস রেখেছিলেন ভক্তরা। তবে মিঠিকে নিয়ে গল্প যেভাবে এগোচ্ছে তাতে মিঠাই ফেরার আগেই না বন্ধ হয়ে যায় সিরিয়াল, এমনই আশঙ্কা দেখা দিয়েছে দর্শকদের মনে।