টলিউড (Tollywood) অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) কিছুদিন আগেই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। তবে আচমকাই চক্রবর্তী পরিবারে বেজে উঠল বিয়ের সানাই। বড়দিনের রাতেই সাত পাকে বাঁধা পড়লেন টলিউড অভিনেত্রী। তবে ঋতাভরী নন, সাত পাকে বাঁধা পড়লেন তার দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী (Chitrangada Chakraborty)।
উৎসবের মুহূর্তটা চক্রবর্তী পরিবারের জন্য আরও রঙিন হয়ে উঠলো। সাত পাকে বাঁধা পড়লেন ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা চক্রবর্তী ও তার দীর্ঘদিনের বন্ধু সম্বিত চ্যাটার্জী। চিত্রাঙ্গদা এবং সম্বিতের বিয়ের আসর বসেছিল কলকাতা শহরের একটি রাজবাড়িতে। তাদের বিয়ে দিলেন বিশিষ্ট মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক।
চিত্রাঙ্গদার স্বামী পেশায় একজন সংগীতশিল্পী। সেই সঙ্গে তিনি বিশিষ্ট তবলা বাদক পন্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে হিসেবেও পরিচিত। ২০২১ সালেই তাদের চারহাত এক হওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তাদের বিয়ে পিছিয়ে যায়। অবশেষে ২০২২ সাল বিদায় নেওয়ার অন্তিম লগ্নে বিয়েটা সেরে ফেললেন চিত্রাঙ্গদা ও সম্বিত।
গতবছর চিত্রাঙ্গদা এবং তার মা শতরূপা সান্যাল একসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন। তাই বিয়ে ঠিক হয়ে গেলেও দুই পরিবারের সম্মতিতে তা পিছিয়ে দেওয়া হয় এক বছরের জন্য। অবশেষে এক বছর পর তাদের বিয়েটা হল। বিয়ের পর স্যোশাল মিডিয়াতে বিয়ের ছবি শেয়ার করেন তারা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram
ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদাও গ্ল্যামার দুনিয়ার পরিচিত মুখ। ইন্ডাস্ট্রিতে ‘ভিন্টেজ গার্ল’ বলে তার পরিচিতি রয়েছে। ঐতিহ্য এবং সাবেকিয়ানা খুব সুন্দরভাবে মিশে যায় তার মধ্যে। তার বিয়ের সাজেও ছিল অভিনবত্ব। লাল টুকটুকে বেনারসীর সঙ্গে সাবেকি সোনার গয়নার সাজে সেজেছিলেন চিত্রাঙ্গদা। সম্বিতের পরনে ছিল বিয়ের ধুতি-পাঞ্জাবি। বিয়ের পর সিঁদুরে রাঙানো চিত্রাঙ্গদার ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন ঋতাভরী।
View this post on Instagram
উল্লেখ্য ‘ব্রহ্মা জানেন গোপন কর্মটি’ ছবিতে মহিলা পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছিলেন ঋতাভরী নিজেই। তার দিদির বিয়েতেও মহিলা পুরোহিতই বিয়ের সমস্ত কর্মকাণ্ড সামলিয়েছেন। বৈদিক নিয়ম মতের এই বিয়েতে কন্যা সম্প্রদানের নিয়ম নেই। বিয়ের পর স্বামী-স্ত্রী একে অপরের কপালে সিঁদুর ছোঁয়ান। সব মিলিয়ে চিত্রাঙ্গদের বিয়েতেও রইল ঐতিহ্য সাবেকিয়ানা এবং আধুনিকতার অভিনবত্বের মিশেল।