করোণা পরবর্তী সময় থেকেই ক্রমশ ডুবিতে শুরু করেছে বলিউড। এই সময় দক্ষিণী সিনেমার (South Indian Movie) প্রতি সারা ভারতবর্ষের আগ্রহ বাড়ছে। তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম ছবির কাছে ক্রমশ হিন্দি ছবি পিছিয়ে পড়ছে। আজ এই প্রতিবেদনে রইল এই বছরের সেরা ৫ টি দক্ষিণী সিনেমার তালিকা (5 Best South Indian Movie According To Box Office Collection 2022) যেগুলো বক্স অফিসে প্রায় ৪০০০ কোটি টাকা উপার্জন করেছে। এক নজরে দেখে নিন এই তালিকাটি।
কানতারা (Kantara) : বছরের শেষ ভাগে মুক্তিপ্রাপ্ত এই ছবিটি এই বছরে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে। ছবির সিনেমাটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন দর্শকরা। ঋষভ শেট্টি পরিচালিত এবং অভিনীত এই ছবি বলিউডকেও নাড়িয়ে দিয়েছে। মাত্র ১৬ কোটি বাজেটে তৈরি ছবিটি বক্স অফিস থেকে ৪০০ কোটি টাকা উপার্জন করে নিয়েছে। সঙ্গে গোটা ভারতবর্ষের নজরে সুপারস্টার হয়ে উঠেছেন ঋষভ।
পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan) : মনি রত্নম পরিচালিত এই ছবিটিও এই বছর দারুণ সারা ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে। কল্কি কৃষ্ণমূর্তির লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করে চোল সাম্রাজ্যের প্রেক্ষাপটে বানানো এই ছবিটিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্য ছাড়াও ছবিতে ছিলেন জয়ম রবি, তৃষা কৃষ্ণান, প্রকাশ রাজরা। ৫০০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবিটি।
বিক্রম (Vikram) : দক্ষিণী তারকা কমল হাসান প্রমাণ করে দিয়েছেন বয়স বাড়লেও তার স্টারডম সেই আগের মতই রয়েছে। অ্যাকশন মুভিতে ফের একবার নিজেকে প্রমাণ করে দিয়েছেন তিনি। ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিটি বক্স অফিস থেকে সর্বমোট ৫০০ কোটি টাকা উপার্জন করেছে।
আর আর আর (RRR) : সাউথের ব্লকবাস্টার হিট আর আর আরের নাম এখানে না নিলেই নয়। জুনিয়র এন টি আর, রামচরণ, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই ছবিটির পরিচালনা করেছেন এস এস রাজামৌলি। স্বাভাবিকভাবেই ছবিটির ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়েছে। বক্স অফিসের রেকর্ড ভেঙে ১২০০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি।
কেজিএফ ২ (KGF 2) : কন্নড় অভিনেতা যশ অভিনীত কেজিএফের দ্বিতীয় পার্টটিও যে বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করবে তা ছবি মুক্তির আগেই স্থির হয়ে গিয়েছিল। প্রথম পার্টেরর পাশাপাশি দ্বিতীয় পার্টটিও বক্স অফিসে রীতিমত ঝড় তোলে। প্রশান্ত নীল পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ১২০০ কোটি টাকা উপার্জন করে।