ফের এক নতুন সিরিয়াল আনার কথা ঘোষণা করে দিল স্টার জলসা (Star Jalsha)। জি বাংলাকে টেক্কা দেওয়ার জন্য স্টার জলসা এখন নতুন সিরিয়ালের উপর বেশি আস্থা রাখছে। একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হয়েছে স্টার জলসার পর্দায়। সেই সঙ্গে এখন চ্যানেলের হাতে রয়েছে আরও বেশ কিছু সিরিয়াল। এবার আরও এক নতুন সিরিয়াল আনার কথা ঘোষণা করে দিল চ্যানেল কর্তৃপক্ষ।
শাশুড়ি-বৌমার সম্পর্ক নিয়ে সিরিয়ালগুলো দর্শকদের কাছে কিছু বেশিই প্রাধান্য পায়। সেই চিরাচরিত সম্পর্কের উপর জোর দিয়ে স্টার জলসাতে আসছে নতুন সিরিয়াল মেয়েবেলা (Meyebela)। এই সিরিয়ালের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রূপা গাঙ্গুলী (Rupa Ganguly) এবং স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। এই সিরিয়ালের হাত ধরে বহু বছর বাদে আবার পর্দায় ফিরে আসছেন রূপা।
সংসার সামলানোর দায়িত্ব শুধু মেয়েদের কাঁধেই। ঘরের মা-বউরা তাদের শখ-আহ্লাদ সব বিসর্জন দিয়ে মুখ বুজে সংসারধর্ম পালন করে চলেন। অসুস্থ শ্বশুর-শাশুড়ির দেখাশোনা, ছেলে-মেয়েদের পড়াশোনা ঘরের কাজকর্ম সামলানোর জন্য চার দেওয়ালের গণ্ডির মধ্যেই বাধা পড়ে যান গৃহবধূরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এই নিয়ম। সেই প্রেক্ষাপটেই আসছে এই নতুন সিরিয়াল।
সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছে যৌথ সংসারের দায়িত্ব নিজের স্ত্রীর কাঁধে চাপিয়ে বাড়ির কর্তা ছুটি কাটাতে একাই বেরিয়ে পড়ছেন ভ্রমণে। স্ত্রী তাকেও সঙ্গে নিয়ে যাওয়ার আবদার করলে তিনি বলেন, “অসুস্থ মাকে বাড়িতে ফেলে রেখে তুমি যাওয়ার কথা ভাবছো কীভাবে? ছিঃ”। পাশ থেকে বাড়ির আরেক বউ বলে ওঠে, “বাড়ির মেয়ে-বউদেরই তো সবসময় মানিয়ে নিতে হয়।”
শাশুড়ি মায়ের মন ভাল করার জন্য এই সময়ই বাড়ির মেয়েদের নিয়ে দার্জিলিং যাওয়ার টিকিট হাতে তুলে দেয় বৌমা। কিন্তু তাতেও শাশুড়ি মায়ের মান ভাঙেনি। ঘরের কাজ সামলাতে সামলাতে তিনি বলেন, ‘‘এই বাড়ির শাশুড়ি বউমারা একসাথে কোনদিনও কোথাও বেড়াতে যায়নি।’’ আসলে সমাজ শিখিয়েছে মেয়েরাই মেয়েদের শত্রু। একসঙ্গে থাকতে থাকতে শাশুড়ি-বৌমা বন্ধু হয়ে উঠবে কি? প্রশ্ন ছুঁড়েছে নতুন সিরিয়ালের প্রমো।
এই সিরিয়ালে শাশুড়ি মায়ের ভূমিকায় অভিনয় করবেন রূপা গাঙ্গুলী। তার বৌমা চরিত্রটিতে অর্থাৎ নায়িকার ভূমিকায় থাকবেন স্বীকৃতি মজুমদার। এর আগে ‘খেলাঘর’ ধারাবাহিকে পূর্ণা চরিত্রে স্বীকৃতিকে দেখেছিলেন দর্শকরা। প্রোমোটি এরই মধ্যে দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। গল্পের সঙ্গে অনেকেই নিজেদের জীবনের মিল খুঁজে পাচ্ছেন। নতুন এই সিরিয়াল সম্পর্কে তাই আগ্রহ বাড়ছে দর্শকদের।