স্টার জলসার (Star Jalsha) গাঁটছড়া (Gantchhora) সিরিয়ালটিকে নিয়ে এখন দর্শকদের মনে দারুণ উদ্বেগ কাজ করছে। গত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকাতে তেমন ভাল রেজাল্ট করতে পারছে না এই সিরিয়াল। বদলে টেক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে বিপরীতে জি বাংলার জগদ্ধাত্রী। অন্যদিকে ক্রমাগত গাঁটছড়ার টিআরপি কমেই যাচ্ছে। তাই দর্শকরা গল্পের মধ্যে নতুন কোনও বড় টুইস্ট চেয়েছিলেন। অবশেষে দর্শকদের দাবিই মেনে নিল চ্যানেল।
সম্প্রতি চ্যানেলের তরফ থেকে আসন্ন এই সিরিয়ালের নতুন প্রোমো শেয়ার করা হল। তবে সেই প্রোমো দেখেই চোখ কপালে উঠেছে দর্শকদের। ধারাবাহিকের সাম্প্রতিকতম আপডেট অনুসারে সিংহ রায় পরিবারে আবার শান্তির পরিবেশ ফিরে এসেছে। ঋদ্ধি-খড়ির পুনরায় বিয়ে দিয়ে গাঁট ছড়া বেঁধে দিয়েছেন দাদু-ঠাম্মি। অন্যদিকে দ্যুতির পর্দা ফাঁস করে তাকে আরও একবার শুধরানোর সুযোগ দিয়েছে খড়ি।
সিরিয়ালের তিন বোনের জীবন এখন তিন খাতে বইছে। রাহুল-দ্যুতি তাদের একমাত্র মেয়ে রিমঝিমকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছে, বনি কয়েক বছরের জন্য পরিবার ছেড়ে দূরে যাচ্ছে পুলিশের ট্রেনিং নেবে বলে। ঋদ্ধি-খড়িও নতুন করে জীবন শুরু করতে চায়। তবে তার আগেই ঘটে গেল মহা অঘটন। সিংহ রায় পরিবারের এত সুখ সহ্য হল না ভিলেন ডি-এর। ঋদ্ধির মেজ কাকা জেলে থেকেও ঋদ্ধি এবং খড়ির জন্য ষড়যন্ত্র করে চলেছে।
এই ষড়যন্ত্রের ফলে দেবীপুর যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়বে খড়িদ্ধি। এই মর্মেই এসে গিয়েছে নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে অষ্টধাতুর মূর্তি খুঁজতে গিয়ে গুন্ডাদের কবলে পড়ে যায় তারা। এই গুন্ডারা তাদের প্রাণে মেরে ফেলতে চায়। ঋদ্ধির মাথায় লাঠির আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। খড়িকেও একইভাবে আঘাত করে তারা। গভীর জঙ্গলে তাদের বাঁচানোর মত ছিল না কেউ।
এই প্রোমো দেখেই দর্শক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যতদূর জানা যাচ্ছে, এবার নাকি মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার মত লিপ নিতে চলেছে গাঁটছড়াও। গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাবে এখন। ঋদ্ধি এবং খড়ি আলাদা হয়ে যাবে। খড়িকে সম্ভবত খুঁজে পাওয়া যাবে না। ঋদ্ধি সিংহ রায় বাড়িতে ফিরে আসবে। অন্যদিকে খড়ির অনুপস্থিতিতে বাড়ির একচ্ছত্র কত্রী হয়ে উঠবে দ্যুতি।
তবে গল্প লিপ নিলে আরও একজন নতুন সদস্যের আগমন হবে বলেই জানা যাচ্ছে। এবার হয়ত ঋদ্ধি-খড়ির সন্তানের আগমন হতে চলেছে কাহিনীতে। এই সন্তানের সুবাদেই কয়েক বছর পর আবার এক হবে খড়িদ্ধি। তার আগে যে একাধিক চমক আসছে তা বেশ উপভোগ করবেন দর্শকরা। গল্পের এই নতুন মোড় নিঃসন্দেহে টিআরপি বাড়াবে তাতে সন্দেহ নেই গাঁটছড়ার ভক্তদের।