শুধু নায়িকা নন, টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী (Rachana Banerjee) একজন দুর্দান্ত গায়িকাও বটে। প্রায় এক দশক আগে অভিনয়ের মাধ্যমে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রির সেরা অভিনেত্রী হয়ে উঠেছিলেন রচনা ব্যানার্জী। বর্তমানে বাংলা টেলিভিশনে রাজত্ব করছেন তিনি। হয়ে উঠেছেন সকলের প্রিয় নাম্বার ওয়ান দিদি। তবে দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জীর কন্ঠে গান শোনার সৌভাগ্য হয়েছে কি কখনও?
নায়িকা হিসেবে টলিউডে বছরের পর বছর রাজত্ব করার পর জি বাংলার দিদি নাম্বার ওয়ানের দৌলতে সঞ্চালিকা হিসেবেও নাম্বার ওয়ান হয়ে উঠেছেন রচনা। তাছাড়া বিভিন্ন সময়ে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ডাক পেয়ে মাচা অনুষ্ঠানেও অংশ নেন তিনি। সেখানে শুধু দর্শকদের সঙ্গে আড্ডা দিয়ে নয়, রীতিমত নেচে গেয়ে দর্শকদের মনোরঞ্জনও করতে হয় তাকে।
বিগত কয়েক বছর ধরেই এরকম বিভিন্ন মাচা অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন রচনা ব্যানার্জী। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার একটি মাচা শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে তাকে হিন্দি এবং বাংলা মিলিয়ে বেশ কয়েকটি গান গাইতে শোনা গেল। রচনা ব্যানার্জীর কন্ঠে গান শুনে তো দারুণ মুগ্ধ হয়েছেন শ্রোতারা। সেই সঙ্গে নেটিজেনরাও তার কন্ঠের প্রশংসায় পঞ্চমুখ হন।
গান গেয়ে যেকোনও পেশাদার গায়িকাকেও ছাপিয়ে যেতে পারেন রচনা। প্রায় এক বছর আগের এই ভিডিওটি ফের একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। গত এক বছরে এই ভিডিওতে রচনা ব্যানার্জীর গান শুনেছেন প্রায় ৪ লক্ষ মানুষ। এখনও এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েই চলেছে। রচনা অভিনয়ে না আসলেও গানের মাধ্যমে অনেক দূর পর্যন্ত এগোতে পারতেন, এমনটাই বলছেন তার ভক্তরা।
রচনা ব্যানার্জী মঞ্চে আসা মানেই অনুষ্ঠানের শুরুটা তার অভিনীত বিভিন্ন ছবির গান দিয়েই হয়ে থাকে। বিশেষ করে অমিতাভ বচ্চনের সঙ্গে তার ছবি ‘সূর্যবংশম’-এর ’দিল মেরে তু দিওয়ানা হে’ গানটি শোনানোর জন্য দর্শকরা আবদার করে থাকেন। এছাড়াও হিন্দি-বাংলা মিলিয়ে গান গেয়ে এবং গানের তালে তালে নেচে রচনা একাই স্টেজ মাতিয়ে দেন।
রচনার গাওয়া এই গানের ভিডিওটি চার লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। দিদি নাম্বার ওয়ানের মঞ্চেও মাঝে মাঝে গান গাইতে শোনা যায় তাকে। সঞ্চালনা ছাড়াও এখন নিজের নতুন শাড়ির ব্যবসা শুরু করেছেন রচনা ব্যানার্জী। তার শাড়ির এই ব্যবসা ভারতের গণ্ডি পেরিয়ে বিদেশ অব্দি পৌঁছে গিয়েছে। কিছুদিন আগেই শাড়ি বিক্রি করতে দুবাইতে গিয়েছিলেন তিনি।