রাতারাতি বন্ধের মুখে ৮ জনপ্রিয় বাংলা সিরিয়াল! রইল অন্তিম সম্প্রচারের দিনক্ষণ

এই বছরটা বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ভক্তদের জন্য তেমন একটা ভাল গেল না। গত এক বছর ধরে আশাতীতভাবে একের পর এক জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হতে দেখেছেন দর্শকরা। এর মধ্যে কোনও কোনও ধারাবাহিক তো আবার মাত্র ৩-৬ মাসেও মধ্যেও বন্ধ হয়ে গিয়েছে। তবে বছরের শেষ ভাগেই আরও ৬ ধারাবাহিকের জন্য রয়েছে দুঃসংবাদ। কারণ জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসা (Star Jalsha) আরও বেশ কিছু নতুন সিরিয়াল আনছে যে কারণে পুরনো সিরিয়ালগুলো (Bengali Mega serials are going to end soon) এবার বন্ধই হয়ে যাবে।

পুজোর ঠিক পর পরই বন্ধ হয়ে গিয়েছে পিলু। নিম ফুলের মধু সিরিয়ালটি আসার কারণেই পিলু বন্ধ হয়ে যায়। ঠিক তারপরই জি বাংলাতে লালকুঠি সিরিয়ালটিও বন্ধ হয়ে যায়। সম্প্রতি এই ধারাবাহিকের অন্তিম সম্প্রচার হয়ে গিয়েছে। ২৫শে নভেম্বর লালকুঠির অন্তিম সম্প্রচার হল। ২৮ তারিখ থেকে লালকুঠির স্লটে আসছে এই পথ যদি না শেষ হয় এবং শুরু হচ্ছে নতুন সিরিয়াল সোহাগ জল।

All You Need to Know About Madhabilata Actress Shrabani Bhunia

এদিকে আবার স্টার জলসার মাধবীলতা সিরিয়ালরটিও আগামী ৪ঠা ডিসেম্বর শেষ সম্প্রচার হবে। কারণ ৫ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক পঞ্চমী। মাত্র ৩ মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার এই সিরিয়ালটি। তবে সিরিয়াল বন্ধ হওয়ার পরম্পরা এই তো সবে শুরু হচ্ছে। কারণ জি বাংলা এবং স্টার জলসার হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ধারাবাহিক যেগুলো পুরনো ধারাবাহিকগুলোকে বন্ধ করে দিয়েই আসবে।

এই তালিকায় যে সিরিয়ালগুলোর নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছে এই পথ যদি না শেষ হয়, উড়ন তুবড়ি, বোধিসত্ত্বের বোধবুদ্ধি, মিঠাই এমনকি লক্ষ্মী কাকিমা সুপারস্টারের নামও নাকি উঠে আসছে বন্ধ হওয়ার তালিকাতে। নিম ফুলের মধুর কারণে পিলু শেষ হয়েছে। সোহাগ জল এসে লালকুঠিকে সরিয়েছে। এখন শ্রুতি দাস এবং গৌরব রায়চৌধুরীর রাঙা বউয়ের কারণে এই পথ যদি না শেষ হয় বন্ধ হবে বলে জানা যাচ্ছে।

Bodhisattwor-Bodhbuddhi-

এখানেই শেষ নয়, জি বাংলাতে আসছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের নতুন একটি সিরিয়াল যে কারণে নাকি বোধিসত্ত্বের বোধবুদ্ধি বন্ধ হয়ে যাবে। এদিকে আবার শোনা যাচ্ছে অরুনিমা হালদার এবং ঋত্বিক মুখার্জীও নতুন আরেকটি সিরিয়ালে জুটি বাঁধবেন। এই সিরিয়ালটিও আসছে জি বাংলায়। তাই জি বাংলার আরও একটি সিরিয়াল বন্ধ হয়ে যাবে। এই সম্ভাব্য তালিকায় রয়েছে মিঠাই এবং উড়ন তুবড়ির।

যদিও মিঠাই এখনই বন্ধ হবে এটা বিশ্বাস করতে চাইছেন না ভক্তরা। কারণ মিঠাই এখন নতুন মোড় নিয়েছে। সিরিয়ালের এই নতুন ট্র্যাক বেশ পছন্দ করছেন দর্শকরা। ওদিকে স্টার জলসাতে এখনও বাংলা মিডিয়াম এবং নতুন ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ আসা বাকি। বাংলা মিডিয়ামের জন্য গাঁটছড়াকে সরানো হতে পারে। হাতে আর খুব বেশি সময় নেই, এই বছরের শেষেই জি বাংলা এবং স্টার জলসার স্লটগুলোতে এই ভয়ংকর রকমের পরিবর্তন আসতে চলেছে।