বাংলা হোক বা হিন্দি ইন্ডাস্ট্রি, বহু নায়ক ও নায়িকা খুব কম বয়সেই জাঁকিয়ে বসেছেন বিনোদনের দুনিয়াতে। পড়াশোনা শেষ না করতেই কেরিয়ার শুরু করে দিয়েছেন এই তারকারা। এদের মধ্যে কেউ কেউ ২০ পেরিয়েছেন। কারও বয়স আবার খুবই কম, কৈশোরের গন্ডিটুকুও পেরোননি। তাই বলে কিন্তু পড়াশোনা তারা বন্ধ রাখেননি। পড়াশোনা এবং অভিনয়, সমান তালে সামলাচ্ছেন এই সাত তারকা (Hindi television actress educational qualification)। এক নজরে দেখে নিন তাদের তালিকা।
পলক তিওয়ারি (Palak Tiwari) : হিন্দি টেলিভিশনের নায়িকা শ্বেতা তিওয়ারিকে কে না চেনেন? মা যেমন সুপারস্টার, মেয়ে পলকও কিন্তু কিছু কম যান না। তাকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইন্ডাস্ট্রি। চাইলে এখনই অভিনয়ে আসতে পারেন পলক। তবে তিনি পড়াশোনা উপরেই জোর দিয়েছেন। মুম্বাইয়ের মিঠিবাই কলেজ থেকে মনোবিদ্যায় স্নাতক হয়েছেন পলক। শীঘ্রই তিনি পা রাখবেন অভিনয়ে।
অশনুর কৌর (Ashoor Kaur) : টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অশনুর। আবার সোশ্যাল মিডিয়াতেও তিনি অনেক জনপ্রিয়। বয়স কিন্তু তার খুবই কম। এই বয়সেই তিনি অভিনয় দিয়ে গোটা দেশের মন জয় করছেন। অভিনেত্রী এখন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ কলেজে পড়াশোনাও করছেন।
অনুষ্কা সেন (Anushka Sen) : হিন্দি টেলিভিশনের কম বয়সী অভিনেত্রীদের মধ্যে অনুষ্কা অন্যতম। তাকে এখন গোটা বিশ্ব জেনে গিয়েছে। একসময় হিন্দি সিরিয়ালে তিনি অভিনয় করতেন। এখন তিনি দক্ষিণ কোরিয়াতেও অভিনয়ের সুবাদে পরিচিত মুখ হয়ে উঠেছেন। তিনি মুম্বাইয়ের কলেজ অফ সায়েন্স এন্ড কমার্স থেকে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করছেন।
রাজ আনাদকত (Raj Anadkat) : ‘তারক মেহতা কা উল্টা চশমা’, ‘এক রিস্তা সাজেদারি কা’ খ্যাত এই অভিনেতাও খুব কম বয়স থেকে অভিনয় করতে শুরু করেছেন। অভিনয় জীবন ছাড়াও ব্যক্তিগত জীবনে বয়সে বড় এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তিনি চর্চার বিষয়বস্তু হয়ে ওঠেন। রাজ এখন স্নাতক স্তরে পড়াশোনা করছেন।
অবনীত কৌর (Avneet Kaur) : হিন্দি টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেতা সদ্য বলিউডে প্রবেশের সুযোগ পেয়েছেন। তাও আবার নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিপরীতে অভিনয় করে বলিউডে তার অভিষেক ঘটছে। অবনীত এখন বাণিজ্য শাখায় স্নাতক স্তরে পড়াশোনা করছেন।
হেলি শাহ (Helly Shah) : হিন্দি টেলিভিশন হোক বা কান চলচ্চিত্র উৎসবের মঞ্চ, হেলি শাহ এতটুকু বয়সেই দারুণ জনপ্রিয়তা পেয়েছেন ইন্ডাস্ট্রি থেকে। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাতেও তিনি অনেকদূর এগিয়েছেন। বিজ্ঞানে স্নাতক হয়েছেন হেলি।
জন্নত জুবের (Jannat Zubair) : খুব কম বয়সে হিন্দি টেলিভিশনের মাধ্যমে অভিনয় জগতে অভিষেক হয়েছিল জন্নতের। শিশু শিল্পী হিসেবে নজর কেড়েছিলেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জনপ্রিয়তা আরও বাড়তে থাকে। জন্নত এখন জনপ্রিয়তার নিরিখে তার থেকে বেশি বয়সী নায়িকাদেরও টেক্কা দেন। আপাতত স্কুলের পড়াশোনা শেষ করে অভিনয়ের উপরেই জোর দিয়েছেন জন্নত।