পুজো, উৎসবের এই মরসুমে দর্শকদের বিনোদনের ডাবল ধামাকা দিতে শুরু হয়ে গিয়েছে বিগবসের ১৬ তম সিজন (Bigboss Season 16)। পয়লা অক্টোবর থেকে হাউসে এসে উঠেছেন বিগবসের নতুন সিজনের প্রতিযোগীরা। প্রত্যেকবারের মত এবারেও নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে বিগবস। সেখানে প্রতিযোগীদের তালিকা এবং বেতন সব থেকে নজর কেড়েছে।
প্রত্যেক বছরের মত এই বছরেও বিগ বস হাউসে হিন্দি টেলিভিশন, বলিউড এবং সোশ্যাল মিডিয়া থেকে জনপ্রিয় তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরা শুধু প্রতিযোগী নন, আগামী একমাস হাউসে থাকার জন্য রীতিমত বেতন দেওয়া হবে তাদের। শেষ অব্দি টিকে থেকে জিততে পারলে তো আরও মোটা অংকের টাকা পুরস্কার রয়েইছে। তবে যে বেতন তারা পাচ্ছেন তাও কিন্তু কিছু কম নয়। আজ আলাপ করে নিন বিগবসের এই সিজনের লক্ষাধিক টাকার পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগীদের সঙ্গে।
প্রিয়াঙ্কা চাহার চৌধুরী (Priyanka Chahar Chowdhary) : এই তালিকাতে সবার আগে রয়েছেন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চাহার চৌধুরী। হিন্দি টেলিভিশনের দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তার জনপ্রিয়তাকে হাতিয়ার করে টিআরপি তুলতে চায় বিগ বস। অভিনেত্রীও তাই পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্ক হাঁকিয়েছেন। তাকে প্রতি সপ্তাহের জন্য ৫ লক্ষ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।
অঙ্কিত গুপ্ত (Ankit Gupta) : প্রিয়াঙ্কার পাশাপাশি অঙ্কিতও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। বিশেষত দর্শকদের কাছে অঙ্কিত এবং প্রিয়াঙ্কার জুটি অত্যন্ত পছন্দের। তারা একসঙ্গে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। এহেন অঙ্কিত ও বিগবসে আসার জন্য প্রিয়াঙ্কার সমান পারিশ্রমিক দাবি করেছেন। তিনি ৫ থেকে ৬ লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে।
নিমৃত কৌর আহলুওয়ালিয়া (Nimrit Kaur Ahluwalia) : প্রখ্যাত মডেল অভিনেত্রী নিমৃতও এই দফাতে বিগবসের হাউসে উপস্থিত থাকবেন। ২০১৮ সালে ফেমিনা মিস মণিপুর হয়েছিলেন তিনি। তিনি বিগ বসের ১৬ তম সিজনের প্রতিযোগী হওয়ার জন্য প্রতি সপ্তাহে ৭ থেকে ৮ লক্ষ টাকা পারিশ্রমিক নেবেন বলে জানা গিয়েছে।
টিনা দত্ত (Tina Dutta) : ইনি হলেন কালার্স টিভির জনপ্রিয় অভিনেত্রী। এর আগে খাতরো কে খিলাড়ি সিজন ৭তে অংশ নিয়েছিলেন টিনা। এবার তিনি বিগবসে উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছে এই দফাতে বিগ বসের সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপ্ত প্রতিযোগী নাকি তিনিই। প্রতি সপ্তাহের জন্য তাকে ৮ থেকে ৯ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।