Sridevi And Mithun Chakraborty`s Marriage : আশির দশকে বলিউড (Bollywood) -এ যে নায়িকারা রাজত্ব করতেন, তাদের মধ্যে থেকে সর্বাপেক্ষা বেশি জনপ্রিয় ছিলেন যে নায়িকা, তিনি সকলের “স্বপ্নের শাহজাদী”, “মিস হাওয়া হাওয়াই” শ্রীদেবী (Sridevi)। তার রূপের জাদুতে আজও মজে রয়েছেন তার অনুরাগীরা। আশির দশকের সেই সময় কালে রূপে-গুণে, অভিনয়ে শ্রীদেবীকে টেক্কা দেওয়ার মতো অভিনেত্রী খুব কমই ছিলেন। মৃত্যুর পরেও তার স্মৃতি অনুরাগীদের মনে সর্বদা অমলিন থাকবে।
শ্রীদেবীর অভিনয়ের মতই বলিউডে সর্বদা অমলিন থেকে যাবে তার প্রেম কাহিনী। না, বনি কাপুর (Bonnie Kapoor) -র সঙ্গে শ্রীদেবীর প্রেম কাহিনী নিয়ে নয়, আজকের এই প্রতিবেদন বলিউডের এমন এক ব্যর্থ প্রেম কাহিনী নিয়ে, যে প্রেম পরিণতি পেতে পেতেও একেবারে শেষ মুহূর্তে এসে ভেঙে যায়। এই প্রেম কাহিনীর নায়ক-নায়িকাকে বড় পর্দায় বহুবার জোট বাঁধতে দেখেছেন দর্শক। পর্দার বাইরেও তাদের জোট বাঁধার কথা ছিল। তবে পরিস্থিতির চাপে হয়ে উঠলো না।
কথা হচ্ছে শ্রীদেবী এবং মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) -র সম্পর্ক নিয়ে। ৮০ এর সেই দশকে বলিউডের বহুল চর্চিত সেলিব্রিটি জুটির মধ্যে শ্রীদেবী এবং মিঠুন জুটিও ছিলেন। তখনো শ্রীদেবীর জীবনে বনি কাপুরের আগমন ঘটেনি। শ্রীদেবী তখন ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। অপরপক্ষে “মৃগয়া” ছবিতে অভিনয় করে মিঠুন চক্রবর্তীও তখন বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছেন।
তবে শ্রীদেবীর সঙ্গে যখন মিঠুনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, ততদিনে কিন্তু যোগিতা বালির (Jogita Bali) সঙ্গে মিঠুনের বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের পরেই শ্রীদেবীর প্রেমে পড়েন মিঠুন। তাদের সম্পর্কের গভীরতা ক্রমশ বাড়ছিল। ইন্ডাস্ট্রিতে মিঠুন এবং শ্রীদেবীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ছিল। শোনা যায়, মিঠুনের সঙ্গে শ্রীদেবীর বিয়েও হয়েছিল। সেই অর্থে বলতে গেলে যোগিতা বালির পর শ্রীদেবীও বাংলার বৌদি!
তবে তেমনটা আর হল কই? শ্রীদেবী এবং মিঠুনের প্রেম সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ান যোগিতা। যখন তাদের বিয়ের খবর প্রকাশ্যে এল, যোগিতা তখন মিডিয়ার সামনে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন যে, মিঠুন যদি দ্বিতীয় স্ত্রী আনেন, তাতে তার কোনও আপত্তি নেই। একথা তিনি মুখে বললেও ভেতর ভেতর তিনি ভেঙে পড়েছিলেন। যে কারণে তিনি মিঠুনকে আটকানোর জন্য আত্মহত্যা করতে যান!
আরও পড়ুন : যোগিতাকে নিয়ে রটেছিল এমন মারাত্মক কুৎসা, মিঠুন চক্রবর্তীকেও ছিঃ ছিঃ করেন ভক্তরা
যোগিতার এই পদক্ষেপ মিঠুনকে শ্রীদেবীর থেকে চিরকালের জন্য দূরে সরিয়ে নিয়ে যায়। আসলে বলিউডে মিঠুনের প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে যোগিতা বালির অবদান কিছু কম ছিল না। বলিউডে মিঠুনের স্ট্রাগল পর্যায়ের প্রথম দিন থেকেই তিনি তার পাশে ছিলেন। তাকে সমর্থন করে এসেছিলেন। তাই যোগীতাকে ছেড়ে শেষমেষ শ্রীদেবীর সঙ্গে সম্পর্ককে স্বীকৃতি দেওয়া আর হয়ে উঠলো না মিঠুনের।
আরও পড়ুন : ‘টাকার জন্য বাধ্য হয়ে এই কাজ করেছেন বাবা!’ মুখ খুলতেই চমকে দিলেন মিঠুন-পুত্র মিমো