গরমের দাপট শেষ, ধেয়ে আসছে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি হল রেড এলার্ট

প্রচন্ড তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল এখন দক্ষিণবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের আবহাওয়া ততটা অস্বস্তিকর না হলেও দক্ষিণবঙ্গের বর্তমান আবহাওয়া খুবই খারাপ। এর একটাই কারণ বৈশাখ মাস প্রায় শেষ হতে চলল, এখনও কালবৈশাখীর দেখা নেই। দক্ষিণবঙ্গে কোথাও তেমন ঝড়-বৃষ্টির নাম গন্ধ নেই। তবে দক্ষিণবঙ্গের মানুষদের জন্য সুখবর শোনালো আবহাওয়া দপ্তর। আর মাত্র কয়েক দিনের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে জেলায় জেলায়।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

১৫ ই মে বৃহস্পতিবার, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বৃহস্পতিবার ভারী বৃষ্টি নামবে। এছাড়াও কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মোটকথা আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার কিছু উন্নতি হতে পারে।

Weather

উত্তরবঙ্গের আবহাওয়া

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির দাপট চলবে। বৃহস্পতিবার ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড় সংলগ্ন জেলাগুলোতে। ভিজবে দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা।

আরও পড়ুন : ঘরে বসে ৫ মিনিটে বানিয়ে ফেলুন পাসপোর্ট! আবেদন করুন এইভাবে

Weather

আরও পড়ুন : বাড়ি বসেই কেটে ফেলুন বাসের টিকিট! চালু হল নতুন এই অ্যাপ

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামীকালও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে মাঝারি বৃষ্টিপাত হবে। শুধু আগামীকাল বলে নয়, বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হবে। শনিবার মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে।