মজুদ রাখুন খাদ্য! যুদ্ধ পরিস্থিতিতে জেলায় জেলায় পৌঁছালো নির্দেশ

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত যেন শেষ হয়েও শেষ হলো না। দুই দেশ বর্তমানে যুদ্ধ বিরতিতে রয়েছে ঠিকই, কিন্তু দুই দেশের মধ্যেই উত্তেজনা এখন চরমে। আগামী দিনে বড়সড়ো যুদ্ধ বেঁধে যাওয়াও অসম্ভব কিছু নয় এই মুহূর্তে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এটি মধ্যেই প্রত্যেকটি রাজ্যকে সতর্ক করে দিয়েছে কেন্দ্র সরকার। জরুরী অবস্থার জন্য তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলোকে। এরই মধ্যে নবান্নের কাছে পৌঁছালো বিশেষ নির্দেশিকা।

কী নির্দেশ দিল কেন্দ্র?

যুদ্ধ পরিস্থিতিতে যাতে খাদ্য নিয়ে সমস্যা না হয় তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখার নির্দেশ পৌঁছেছে রাজ্যগুলোর কাছে। কেন্দ্র সরকারের নির্দেশ ইতোমধ্যেই রাজ্য সরকার আগামী তিন মাসের জন্য প্রত্যেকটি জেলাতে পর্যাপ্ত রেশন সামগ্রী মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে। জুন, জুলাই এবং আগস্ট, এই তিন মাসের জন্য জেলায় জেলায় রেশন মজুদ থাকবে। পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে তা জনসাধারণের মধ্যে বিতরণ করা হবে।

 Emergency Food Stock

রাজ্যগুলোতেও প্রস্তুতি তুঙ্গে

এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সুন্দরবনের মত এলাকাগুলো বেশ সংবেদনশীল অবস্থায় রয়েছে। এই এলাকাগুলো দুর্গম এবং জঙ্গলের ঠিক পাশেই রয়েছে। তাই এখানে পুলিশকে আরো বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। যেকোনো অস্বাভাবিক গতিবিধি অবিলম্বে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ারদেরও প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রত্যেকটি জেলায় নতুন করে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন : পুরনো মডেল অতীত! রাস্তায় নামছে নতুন মডেলের বাস

 Emergency Food Stock

আরও পড়ুন : বিনা টিকিটে যাত্রার দিন শেষ! শিয়ালদহ স্টেশনে বসলো নতুন প্রযুক্তি

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে দেখা করে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য তৈরি থাকার নির্দেশ দিয়েছেন। পুলিশ, খাদ্য, স্বাস্থ্য এবং বেসামরিক প্রতিরক্ষাসহ বিভিন্ন বিভাগের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মিটিং হয়েছিল। জনগণকে রক্ষা করা ও তাদের সঠিক সময় খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়াই প্রশাসনের লক্ষ্য।