পুরনো মডেল অতীত! রাস্তায় নামছে নতুন মডেলের বাস

ট্রেন যাত্রার পাশাপাশি এবার বাস যাত্রাও হবে আরামদায়ক। পুরনো মডেলের বাস তুলে দিয়ে এবার রাস্তায় নতুন মডেলের বাস নামানোর কথা ভাবছে পরিবহন দপ্তর। সম্প্রতি পরিবহন দপ্তরের তরফ থেকে এই মর্মে নতুন নির্দেশিকাও এসে পৌঁছেছে। নতুন বাসের মডেলে যাত্রীদের সুরক্ষা এবং আরাম অগ্রাধিকার পাবে। এতে সিট থেকে দরজা, যাত্রীদের সুরক্ষা নিয়ে একাধিক বিষয়ের উল্লেখ আছে। কেমন হবে নতুন বাস? জেনে নিন।

রাস্তায় নামবে নতুন মডেলের বাস

বর্তমানে রাজ্যজুড়ে পুরনো বাস রাস্তা থেকে তুলে নেওয়ার তোড়জোড় চলছে। এবার বাসের কাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন নির্দেশিকা এল। সরকারি এবং বেসরকারি বাসের পাশাপাশি মিনিবাস, স্কুলের পুল কার এবং যাত্রী পরিবহনের সঙ্গে যুক্ত সব ধরনের বাসকেই এই নতুন নিয়মের আওতায় আনা হবে। নতুন বাস পুরনো বাসের মডেলের থেকে অনেকটাই আলাদা হবে।। এতে কী কী নতুন পরিবর্তন আসছে এবার জেনে নিন।

Kolkata Bus

নতুন বাসের মডেল কেমন হবে?

  • বাসে কোনও আপদকালীন দরজা থাকবে না। মূল দরজাতে গ্রাব রেল বা ধরার হাতল রাখতে হবে। এতে যাত্রীরা নিরাপদে ওঠা নামা করতে পারবেন। বাসের দরজা অন্তত ৫৩ সেন্টিমিটার চওড়া রাখতে হবে।
  • বাসের সিঁড়ির উচ্চতা মাটি থেকে ২৫ থেকে ৪৩ সেন্টিমিটারের মধ্যে রাখতে হবে। এতে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম যাত্রীদের বাসে উঠতে অসুবিধা হবে না।
  • প্রত্যেকটি বাসের মধ্যে ফার্স্ট এইড বক্স এবং অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে হবে। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত হয়েছে।
  • চালকের কেবিনের নিরাপত্তা, জানালার নকশা, সিটের বিন্যাস এবং টায়ারের মান নিয়েও সুস্পষ্ট নির্দেশিকা রয়েছে।
  • যাত্রীদের বসার আসনের প্রত্যেকটিতে ৩৮ বর্গ সেন্টিমিটার জায়গা থাকবে। যাতে যাত্রীরা ভালোভাবে বসতে পারেন।
  • সামনের এবং পিছনের আসনের মাঝে নির্দিষ্ট দূরত্ব রাখতে হবে।

আরও পড়ুন : নামমাত্র খরচে পৌঁছে যাবেন দিঘা! চালু হবে নতুন এই ট্রেন

Kolkata Bus

আরও পড়ুন : কবে চালু হবে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা?

পরিবহন দপ্তর সাফ জানিয়ে দিয়েছে যে সমস্ত বাস তাদের এইসব নির্দেশিকা মেনে চলবে না তাদেরকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হবে না। যার ফলে এই বাসগুলো রাস্তায় চলাচলের অনুমতিও পাবে না। এই সিদ্ধান্ত কার্যকর হলে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আসবে এবং যাত্রীদের নিরাপত্তা মজবুত হবে।