বাড়ি বসেই কেটে ফেলুন বাসের টিকিট! চালু হল নতুন এই অ্যাপ

যাত্রীদের ট্রেন যাত্রায় সুবিধা এনে দিতে আইআরসিটিসি বহু আগেই নতুন অ্যাপ চালু করেছিল। বর্তমানে অনলাইনেই ট্রেন টিকিট কাটা থেকে কোথায় ট্রেন রয়েছে এইসব তথ্য জেনে নেওয়া যায়। এবার বাস নিয়েও একই পরিকল্পনা করলেও পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মানুষের জন্য চলে এসেছে যাত্রীসাথী অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটা থেকে বাসের লোকেশন জানা হয়ে যাবে এক নিমিষেই।

যাত্রী সাথী অ্যাপ কী?

অ্যাপ এর মাধ্যমে বাসের সঠিক অবস্থান জানা এবং ডিজিটাল টিকিট কাটার ব্যবস্থা থাকবে এই যাত্রী সাথী অ্যাপে। রাস্তাতে দাঁড়িয়েই বাসের টিকিট কেটে ফেলতে পারবেন যাত্রীরা। এই অ্যাপে হোয়ার ইজ মাই বাস নামের একটি নতুন বিভাগ খোলা হয়েছে। সেখান থেকে বাসটি কোথায় রয়েছে সেই তথ্য লাইভ পেয়ে যাবেন। রাজ্যের পরিবহন মন্ত্রীর স্নেহাশীষ চক্রবর্তী জানিয়েছেন যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা চালু হয়েছে।

Kolkata Bus

কী কী সুবিধা পাবেন?

এই অ্যাপের মাধ্যমে বাসের লাইভ লোকেশন যেমন জানা যাবে, তেমনই যে কোনও জায়গা থেকে ডিজিটাল ভাবে টিকিট কাটা যাবে। প্রথম পর্যায়ে ১৬ টি বিশেষ রুটের মোট ৬০ টি বাসকে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে কলকাতার সব শীততাপ নিয়ন্ত্রিত সরকারি বাস যাত্রী সাথী অ্যাপের আওতায় চলে আসবে।

শুধু তাই নয়, ধাপে ধাপে কলকাতার সব বেসরকারি বাসও এই অ্যাপের আওতায় আসবে। এই অ্যাপ ব্যবহার করে আপনি বাসের লাইভ লোকেশনের পাশাপাশি বাস স্টপে পৌঁছানোর সময়, বাসের সব স্টপেজ এবং ভাড়া জানতে পারবেন।

আরও পড়ুন : নামমাত্র খরচে পৌঁছে যাবেন দিঘা! চালু হবে নতুন এই ট্রেন

Yatri Sathi App

আরও পড়ুন : আর ঘুষ নিতে পারবে না পুলিশ! ট্রাফিক চালানের নিয়মে এল বিরাট পরিবর্তন

কলকাতার সব সরকারি এবং বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনতে পারলে বাসগুলির উপর নজরদারি চালানো সহজ হবে। বাসের রেষারেষি, রুট ভেঙ্গে অন্য রুটে চলে যাওয়ার মত বেআইনি কাজও বন্ধ হবে। কারণ এক্ষেত্রে প্রত্যেকটি বাসের উপর কন্ট্রোল রুম থেকে নজরদারি চালানো যাবে। এতে যাত্রীদের উপকারের পাশাপাশি পরিবহন দপ্তরেরও বেশ সুবিধা হবে।