দিনে দিনে সাইবার জালিয়াতি বাড়ছে। এটিএম মেশিন থেকে টাকা তুলতে গেলেও অনেক সময় জালিয়াতি শিকার হন গ্রাহকেরা। কার্ড স্ক্রিমিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার এক্সপ্লয়েটের মত নানা কৌশল ব্যবহার করে প্রতিনিয়ত সাইবার অপরাধীরা মানুষের একাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করে। এটিএম কার্ডের পিন এবং গোপন তথ্য হাতিয়ে নিয়ে মানুষকে সর্বস্বান্ত করে। এরই মধ্যে ATM মেশিনে CANCEL বোতাম নিয়ে একটি নতুন আপডেট পাওয়া যাচ্ছে। বলা হচ্ছে এই ক্যানসেল বোতাম নাকি পিন চুরি আটকে দিতে পারে। কীভাবে?
ATM মেশিনে CANCEL বোতাম কি পিন চুরি আটকাবে?
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি মেসেজ ভাইরাল হয়েছে। তাদের বলা হচ্ছে যদি এটিএমে কার্ড ঢোকানোর আগে কেউ দুবার ক্যানসেল বোতাম টিপে দেন তাহলে তার এটিএমের পিন নিরাপদে থাকবে। কেউ যদি কিপ্যাডে পিন চুরির যন্ত্র বসিয়ে রাখে তাহলে সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই টাকা তোলার আগে ক্যান্সেল বোতামে ২ বার প্রেস করতে বলা হচ্ছে।
কী বলছে RBI?
সোশ্যাল মিডিয়াতে এই মেসেজ ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এর তরফ থেকে জানানো হয়েছে যে তথ্য এটিএমের ক্যানসেল বোতাম নিয়ে ছড়িয়ে পড়েছে সেটা সম্পূর্ণ ভুল। এমন কোনো তথ্য তারা শেয়ার করেননি। মানুষকে এই ভুল তথ্যে বিশ্বাস না করে বরং সচেতন ভাবে এটিএম কার্ড ব্যবহার করার নির্দেশ দিয়েছে আরবিআই।
আরও পড়ুন : চাইলেই আর পাওয়া যাবে না মোবাইলের সিম! কঠিন নিয়ম আনল টেলিকম মন্ত্রক
কীভাবে সতর্ক থাকবেন?
এটিএম জালিয়াতের হাত থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিতে পারেন গ্রাহকেরা। যেমন,
- এটিএমের পিন নম্বর টাইপ করার সময় এক হাতে কিপ্যাড ঢেকে রাখুন।
- নিরাপদ এবং আলোযুক্ত স্থানের এটিএম মেশিন ব্যবহার করুন।
- এটিএম কিপ্যাড বা কার্ড স্লটের জায়গায় কোনোরকম অস্বাভাবিকতা দেখলে সাবধান হোন।
- ব্যাঙ্কের মোবাইল অ্যাপ কিংবা এসএমএসে লেনদেন সংক্রান্ত নোটিফিকেশন অন রাখুন।
- নিয়মিত নিজের ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করবেন।
আরও পড়ুন : দেখতে দেখতে ৩ গুণ হবে টাকা! দুর্দান্ত স্কিম আনলো পোস্ট অফিস
এছাড়া এটিএম সংক্রান্ত কোনো রকম তথ্য জানার জন্য WhatsApp-এ +91-8799711259 নম্বরে মেসেজ করুন। অথবা মেইল করুন [email protected]এ। এছাড়াও, https://pib.gov.in ওয়েবসাইটে নিয়মিত ভুয়ো খবর সংক্রান্ত আপডেট দেওয়া হয়।